বাস্তুতে রঙের বার্তা

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০০:০৫
Share:

রঙের কল্যাণ বার্তা

Advertisement

রঙ আমাদের মন-মস্তিক্ক কে প্রভাবিত করে। সূর্যের রশ্মিতে সকল রঙের সংমিশ্রন থাকে। সূর্যের রশ্মি থেকে রামধনুর সাতটি রং আমাদের পরিবেশ ও মনকে প্রভাবিত করে । সূর্যের ছত্রছায়ায় নানা বনস্পতি এবং জীব যে রকমভাবে লালিত পালিত হয় সেই রকম ভাবে সবুজ,লাল ও নীল রং মানুষকে সুস্থ,সবল,যশস্বী ও গৌরবাম্বিত তৈরি করে। লাল রং সৌভাগ্যের চিহ্ন আর সবুজ রং ব্যক্ত করে শুভেচ্ছা।

Advertisement

কোন রঙ কীসের প্রতীক এবং কিভাবে তা আমাদের উপর ক্রিয়া করে

১. নীল রঙ সাত্বিকতা তথা শক্তির প্রতীক। এই রঙ মানুষের সৎগুণ প্রবৃতির প্রতিনিধিত্ব করে।

২. সবুজ রঙ কামের প্রতি আসক্তি বাড়ায়। এটি সক্রিয়তা এবং গতিশীলতার প্রতীক।

৩. হলুদ রঙকে বিদুষক বলা হয়। এর ধর্ম নরম ও শান্ত। এটি চিন্তা ও দুঃখকে দুর করে দেয়।

৪. জাম রঙ অপরিপক্ক মানসিকতার প্রতীক।

৫. খয়েরী রঙ ইন্দ্রিয় লিপ্সা ও অসংযমী জীবন যাপনের ঘাতক।

৬. খাকী বা মেটে রঙ মনকে নির্লিপ করে রাখে।

৭. কালো রঙ বিরোধী ভাবের কারক।

৮. সাদা রঙ শান্তি ও স্বচ্ছতার প্রতীক।

৯. লাল রঙ একাগ্রতা প্রদান করে। এর মধ্যে সাংস্কৃতিক মহত্ব আছে যা সৌভাগ্য সূচক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement