বাস্তু অনুসারে রঙের ছোঁয়া

Advertisement

শ্রী পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৬ ০০:৪৯
Share:

“আকাশে আজ রঙের খেলা
নানা মেঘের ভেলা -------”

Advertisement

শুধু আকাশ কেন মানুষের মন থেকে শুরু করে পোশাক আশাক ,আসবারপত্তর, যানবাহন , ঘর- দুয়ার সবেতেই আজ রঙের ছোঁয়া। লাল- নীল-হলুদ-সবুজ ইত্যাদি-ইত্যাদির সমারোহ চারিদিকে। পোশাক থেকে শুরু করে আসবার পত্তর সব কিছু । কেননা কেউবা রঙের অন্তর্হিত অর্থ বুঝে আবার কেউ রঙের অর্থ না বুঝে শুধু মাত্র অমুক অমুক রঙটা “দৃষ্টি নন্দন” – এই বোধে জিনিস পত্তর কেনেন।

রঙের নানারকম এই যে বৈচিত্র- এর পিছনে ও কাজ করছে একটা যুক্তি ।আর এর সাথে জরিয়ে আছে ‘বাস্তু’ তথা বাস্তু বিজ্ঞানও।

Advertisement

কোন রঙটা শুভ আর কোন রঙটা অশুভ, কিংবা কোন রঙটা শোবার ঘরের উপযুক্ত আর কোন রঙটা ছেলে মেয়ের পড়ার ঘরের উপযুক্ত বুঝব কি করে? বাড়ির কোন দিকেই বা কোন রঙ উপযক্ত?

প্রথমতঃ ঘরের লেপন ক্ষেত্র অনুযায়ী ঘরের কোন দিকে কোন রঙ করা ইচিত। তাহা নিম্ন রূপঃ-

১. বাড়ির পূর্ব দিকে সাদারঙ।
২. বাড়ির পশ্চিম দিকে নীল রঙ।
৩. বাড়ির উত্তর দিকে সাদা রঙ।
৪. বাড়ির দক্ষিণ দিকে লাল অথবা গোলাপী রঙ।
৫. বাড়ির দক্ষিণ – পূর্ব দিকে ধূসর বা মেটে রঙ ।
৬. বাড়ির দক্ষিণ-পশ্চিম দিকে সবুজ রঙ।
৭. বাড়ির উত্তর- পূর্ব দিকে হলুদ রঙ।
৮. বাড়ির উত্তর – পশ্চিম সাদা রঙ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement