রাশি বিচারে প্রবেশ দ্বার নির্মাণে আপনার কি করা উচিত দেখে নিন

গৃহ বা ভবন নির্মাণের সময় গৃহের প্রবেশ দ্বার নির্মাণ করা উচিত গৃহস্বামীর রাশি বিচার করে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য 

শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

গৃহ বা ভবন নির্মাণের সময় গৃহের প্রবেশ দ্বার নির্মাণ করা উচিত গৃহস্বামীর রাশি বিচার করে।

Advertisement

জ্যোতিষশাস্ত্রে রাশি বারোটি। এই বারোটি রাশির আবার বর্ণভেদ রয়েছে। দেখে নেওয়া যাক-

কর্কট, মীন, বৃশ্চিক রাশি- ব্রাহ্মণ বর্ণ।

Advertisement

মেষ, সিংহ, ধনু- ক্ষত্রিয় বর্ণ।

বৃষ, কন্যা, মকর- বৈশ্য বর্ণ।

মিথুন, তুলা, কুম্ভ – শূদ্র বর্ণ।

এখন যিনি গৃহনির্মাণ করছেন অর্থাৎ গৃহস্বামীর রাশি যদি কর্কট, মীন, বৃশ্চিক হয় তবে গৃহের মুখ পূর্ব দিকে থাকবে।

গৃহস্বামীর রাশি যদি মেষ, সিংহ, ধনু হয় তবে গৃহের অভিমুখ উত্তরদিকে রাখা শুভ হবে।

গৃহস্বামীর রাশি যদি কন্যা, মকর, মিথুন হয় তবে গৃহের দ্বার দক্ষিণ দিকে থাকা শুভ।

গৃহস্বামীর রাশি যদি তুলা, কুম্ভ, বৃষ হয় তবে গৃহের অভিমুখ পশ্চিম দিকে রাখা শুভদায়ক হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement