সপ্তমভাব থেকে আপনার স্বামী বা স্ত্রীর চরিত্র জেনে নিন (চতুর্থ পর্ব)

সপ্তম পতি দ্বিতীয়ে থাকলে জাতক/জতিকার স্ত্রী বা স্বামীর মধ্যে সম্পর্ক ভাল থাকে।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ০০:০০
Share:

১) সপ্তম পতি লগ্নে থাকলে জাতক/জাতিকার আয়ু নিয়ে ভাবনা হয়, কারণ সপ্তম পতির দশা মারক হয়। আর জাতক/জাতিকার মধ্যে একটা কিন্তু কিন্তু ভাব থাকে। সিদ্ধান্ত নিতে সমস্যা হয়।

Advertisement

২) সপ্তম পতি দ্বিতীয়ে থাকলে জাতক/জতিকার স্ত্রী বা স্বামীর মধ্যে সম্পর্ক ভাল থাকে।

৩) সপ্তম পতি তৃতীয়ে থাকলে জাতকের স্বভাবে চরিত্র দোষ থাকে, গোপনে গম্য বা অগম্য স্থানে যাতায়াত করে থাকে। এদের সাধারণত বাড়ির কাছাকাছি অল্প চেনা পরিচিতের সঙ্গে বিয়ে হয়ে থাকে।

Advertisement

৪) সপ্তম পতি চতুর্থে থাকলে জাতকের স্ত্রী খুব সম্ভবত চাকরিজীবী হয়ে থাকে। জাতক সুখী দাম্পত্য জীবন ভোগ করে থাকে। জাতক কোনও অফিসে বা চাষবাসে নিযুক্ত থাকতে পারে বা কোনও দোকান খুলে বসতে পারে।

৫) সপ্তম পতি পঞ্চমে থাকলে জাতক/জাতিকা প্রেম করে বিয়ে করতে পারে।

৬) জাতকের বিবাহিত জীবন অসুখের হয়ে থাকে।

৭) সপ্তম পতি সপ্তমে থাকলে স্বামি-স্ত্রী পরস্পর পরস্পরকে নিবিড় ভাবে ভালবাসে। এদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয় না বললেই চলে।

৮) সপ্তম পতি অষ্টমে থাকলে জাতক বিয়েতে যৌতুক পেয়ে থাকে।

৯) সপ্তম পতি নবমে থাকলে জাতক/জাতিকা কমিশন এজেন্ট, কনসালটেন্সি বাবসা, বা টুরিজম ব্যবসা করতে পারেন।

১০) সপ্তম পতি দশমে থাকলে জাতকের স্ত্রীর সাথে বিবাহিত দাম্পত্যজীবন খুব একটা সুখের হয় না।

১১) সপ্তম পতি একাদশে থাকলে যদিও জাতকের স্ত্রী স্বাধীনচেতা হয়ে থাকে, তথাপি স্বামী-স্ত্রীর মধ্যে সম্পর্ক মধুর হয়ে থাকে। জাতকের বৈবাহিক জীবন চিরস্থায়ী সুখের হয়ে থাকে।

১২) সপ্তম পতি দ্বাদশে থাকলে জাতক দূর দেশের কোনও মেয়েকে বিয়ে করতে পারেন। তার দাম্পত্য জীবন সেরকম সুখের হয় না। নানা কারণে তার স্ত্রী প্রায় অসুস্থ থাকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement