কারা ভবিষ্যতে নিজ গৃহের মালিক হতে পারেন জেনে নিন

অনেক সময় দেখা যায় যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও বাড়ি নির্মাণ করা সম্ভব হয় না। কারও আবার বাবার সম্পত্তি নিয়ে ভ্রাতৃ বিরোধেই জীবনের বেশির ভাগ সময় কেটে গেল। তাই প্রথমেই জানা দরকার কারও ভাগ্যে নিজ গৃহের যোগ আছে কি না।

Advertisement

শ্রীমতী আপালা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৭ ০৫:০০
Share:

একটা খুব বড় বা খুব সুন্দর বাড়িতে বসবাস করবে এটা প্রায় সকল মানুষের স্বপ্ন থাকে। কিন্তু অনেক সময় দেখা যায় যথেষ্ট অর্থ থাকা সত্ত্বেও বাড়ি নির্মাণ করা সম্ভব হয় না। আবার অনেক সময় দেখা যায় সব যোগাযোগ ঠিক করেও ফ্ল্যাটটা হাত ছাড়া হয়ে গেল। কারও আবার বাবার সম্পত্তি নিয়ে ভ্রাতৃ বিরোধেই জীবনের বেশির ভাগ সময় কেটে গেল। তাই প্রথমেই জানা দরকার কারও ভাগ্যে নিজ গৃহের যোগ আছে কি না। চতুর্থ ভাব থেকে বাড়ির ব্যাপার টা বিচার করা হয়। তাই চতুর্থ ভাব কে গৃহ ভাব বলা হয়। কিন্তু এবার প্রশ্ন আমরা জানবো কী করে আমাদের চতুর্থ ভাব কেমন হবে ?
এই বিষয়ে জ্যোতিষ শাস্ত্র কী বলছে দেখে নেওয়া যাক –
• যদি কোনও ব্যক্তির চতুর্থ পতি তার নিজের ঘরে থাকে বা চতুর্থ স্থানে কোনও ভাল গ্রহ থেকে তাহলে সেই ব্যক্তির খুব সহজে বাড়ি হয়ে থাকে।
• যদি তৃতীয় ঘরে কোনও শুভ গ্রহ থাকে আর চতুর্থ পতি শক্তিশালী হয় তাহলে খুব সহজে বাড়ি ঘর লাভ হয় ।
• যদি লগ্ন পতির সঙ্গে চতুর্থ পতি ক্ষেত্র বিনিময় করে তাহলে বাড়ি ঘর করতে কোনও প্রকার বাধা আসে না।
• আবার চতুর্থ পতি যদি কোনও শুভ ঘরে থাকে তাহলে খুব সুন্দর বাড়ি হয় সেই জাতকের।
• যদি চতুর্থ পতি কোনও স্থির রাশিতে থাকে তাহলে জাতকের বাড়ি ঘর খুব ভাল ও স্থায়ী হয়ে থাকে।
• যদি মঙ্গল খুব দুর্বল অবস্থায় থাকে তাহলে জাতকের গৃহ যোগ খুব খারাপ হয়।
• যদি চতুর্থ পতি অষ্টম ভাবে থাকে তাহলে জাতককে সারা জীবন ভাড়া বা অন্যের বাড়িতে থাকতে হয়।
• যদি চতুর্থ পতি দ্বাদশ রাশিতে অবস্থান করে তাহলে জাতকের একটু দূরে বাড়ি ঘর হয়ে থাকে।
• যদি চতুর্থ পতি ষষ্ট স্থানে থাকে তাহলে জাতকে কোনও আত্মীয়র বাড়িতে থাকতে হয়।
• চতুর্থ পতি কোনও খারাপ স্থানে থাকলে জাতকের বাড়ি ঘর করতে খুব কষ্ট হয়ে থাকে।
• মঙ্গল যদি খুব খারাপ স্থানে বা শনি যুক্ত হয়ে থাকে তাহলে জাতকের বাড়ি ঘর করতে বেগ পেতে হয় বা দেরি হয়।
কোনও সময় বাড়ি হয়ে থাকে দেখে নেওয়া যাক –
• বৃহস্পতি চতুর্থে বা চতুর্থে কোনও শুভ গ্রহ অবস্থান করলে জাতক সেই সময় বাড়ি ঘর করার সুযোগ পেয়ে থাকে।
• চতুর্থ পতির শুভ দশায় খুব ভাল গৃহ লাভ হয়ে থেকে ।
• মঙ্গল বা চতুর্থ স্থান যদি একটু ভাল থেকে তাহলে জাতকের বাড়ি ঘর খুব ভাল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন