রত্ন, ধাতু এবং মূল ব্যবহার জন্ম মাস হিসেবে

এপ্রিল- মাস সংখ্যা চার হওয়ায় রাহুর প্রধান্য বেশী।এ ক্ষেত্রে গোমেদ ধারণ শুভ।জুলাই- মাস হিসেবে সংখ্যা হল সাত। এক্ষেত্রে কেতুর প্রভাব বেশী থাকবে।ক্যাটস্ আই ধারণ করা শুভ। ধাতুর মধ্যে সীসা শুভ এবং ষ্টীল শুভ। মূল হল অশ্বগন্ধা। 

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০২ জানুয়ারি ২০১৮ ০০:১৫
Share:

আপনার জন্ম মাস অনুসারে গ্রহণীয় রত্ন, ধাতু বা মূল কি হবে ?
জানুয়ারী- মাস সংখ্যা এক হওয়ায় রবির র্কতৃত্ব বেশী তাই চুনী ধারণ করা শুভ।ধাতু হল সোনা ও তামা এবং মূল হল বিল্ব মূল।
ফেব্রুয়ারী- মাস সংখ্যা দুই হওয়ায় চন্দ্রের কতৃত্ব বেশী। তাই মুক্তা ধারণ শুভ।ধাতু হল রূপা এবং মূল হল ক্ষিরিকা মূল।
মার্চ-মাস সংখ্যা তিন হওয়ায় বৃহস্পতির নিয়ন্ত্রণ বেশী তাই পোখরাজ ধারণ শুভ। ধাতু হল সোনা এবং মূল হল বামনহাটি।
এপ্রিল- মাস সংখ্যা চার হওয়ায় রাহুর প্রধান্য বেশী।এ ক্ষেত্রে গোমেদ ধারণ শুভ।ধাতু হল লোহা এবং মূল হল শ্বেত চন্দন।
মে- মাস সংখ্যা পাঁচ হওয়ার কারণে বুধের কর্তত্ব বেশী,তাই পান্না ধারণ শুভ। ধাতু হল সোনা এবং মূল হল বৃদ্ধদারক।
জুন- মাস হিসাবে সংখ্যা ছয় এক্ষেত্রে শুক্রের কর্তৃত্ব বেশী, তাই হীরা ধারণ শুভ। ধাতুর মধ্যে প্ল্যাটিনাম এবং রূপা শুভ এবং মূল ধারণ করুন রামবাসক।
জুলাই- মাস হিসেবে সংখ্যা হল সাত। এক্ষেত্রে কেতুর প্রভাব বেশী থাকবে।ক্যাটস্ আই ধারণ করা শুভ। ধাতুর মধ্যে সীসা শুভ এবং ষ্টীল শুভ। মূল হল অশ্বগন্ধা।
আগষ্ট- মাস হিসেবে সংখ্যা প্রাপ্ত হয় আট।এক্ষেত্রে শনির প্রভাব বেশী। ধারণীয় রত্ন হল নীলা। ধাতু হল সীসা এবং মূল হল শ্বেতবেড়েলা।
সেপ্টেম্বর-মাস হিসেবে সংখ্যা প্রাপ্ত হচ্ছে নয়।তাই মঙ্গলের প্রভাব বেশী।প্রবাল হল শুভ রত্ন এবং লাল প্রবাল শ্রেষ্ট।ধাতু নিতে পারেন তামা এবং মূল হল অনন্ত।
অক্টোবর-জানুয়ারীর ন্যায় রবির প্রভাবই বেশী তাই চুনী ধারণ করা শুভ। ধাতু হল সোনা ও তামা এবং মূল হল বিল্ব মূল।
নভেম্বর-ফেব্রুয়ারীর ন্যায় চন্দ্রের প্রভাব বেশী।চন্দ্রের রত্ন, ধাতু বা মূল শুভ।অর্থাৎ মুক্তা ধারণ শুভ। ধাতু হল রূপা। মূল ক্ষিরিকা।
ডিসেম্বর-মার্চের ন্যায় বৃহস্পতির প্রভাব বেশী। তাই বৃহস্পতির রত্ন, ধাতু, মূল শুভ অর্থাৎ পোখরাজ ধারণ শুভ। ধাতু হল সোনা এবং মূল হল বামনহাটি।

Advertisement


(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন