Work Life

রাশি কন্যা হলে আপনার কর্মজীবন কেমন হবে জেনে নিন

আপনার রাশি যদি হয় কন্যা তবে কর্মজীবন কেমন হবে দেখে নিন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০১৭ ০০:০০
Share:

আপনার রাশি যদি হয় কন্যা তবে কর্মজীবন কেমন হবে।

কর্মক্ষেত্রে নিত্য নতুন সমস্যা অতিক্রম করে সকলেই একটা সুখী গৃহকোণের স্বপ্ন দেখে। কিন্তু সকলের স্বপ্ন সত্যি হয় না। কারণ রহস্যময় এই মানবজীবন তার জন্মকালীন গ্রহ-নক্ষত্রের কঠোর অনুশাসনে পরিচালিত হয়। আর তার ফলে কর্মক্ষেত্রে সামান্য ভুলও সম্মানহানি, কর্মচ্যুতির কারণ হয়ে দাঁড়ায়। আপনার রাশি যদি হয় কন্যা তবে কর্মজীবন কেমন হবে দেখে নিন—

Advertisement

কন্যা রাশি

বুধের দ্বিতীয় ক্ষেত্র হল এই কন্যা রাশি। সমস্ত কাজেই এরা বালকোচিত মনোভাব দ্বারা পরিচালিত।

Advertisement

কর্মকুশলতা, দৃঢ়প্রতিজ্ঞ, বুদ্ধিমান, চিন্তাশীল, সংযমী ও কার্যকারী ক্ষমতার প্রকাশ ঘটে সর্বস্তরে।

বুধ, রবি ও মঙ্গল গ্রহ শুভ অবস্থায় থাকলে এরা বৈজ্ঞানিক অথবা বিজ্ঞানভিত্তিক শিক্ষায় উচ্চপদে অধিষ্ঠিত হয়। কর্মে নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে এগিয়ে চলা এদের ধর্ম। এরা কর্মস্থান বা পরিবেশের আমূল পরিবর্তন করতে চায়, সেই কারণে কর্মক্ষেত্রে শত্রুর সৃষ্টি হয়। অবশ্য এদের শত্রুরা বেশির ভাগ ক্ষেত্রে গোপনে শত্রুতা করে। কাজেই উচিত হবে গ্রহাধিপতি বুধের জপ-তপ প্রণাম করা।

প্রণাম মন্ত্র-

ওঁ প্রিয়ঙ্গু কলিকাশ্যামং

রূপেনাপ্রতিমং বুধং।

সৌমং সর্ব্বগুণোপেতং

নমামি শশিনঃ সুতম্।

জপ মন্ত্র- ওঁ ঐং স্ত্রীং শ্রীং বুধায়।

(প্রতি ক্ষেত্রেই অন্তত তিনবার)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement