২০১৮ কেমন ফল দেবে

২০১৮ সালে মানুষের পক্ষে কিছু ভাল আশা করা যায়। এ বছরটা মানুষ কিছুটা ধৈর্য্য চেষ্টা দ্বারা কিছুটা ভাল ফল পাবে।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০১৮ ০০:৩২
Share:

নতুন বছর নতুন আশায় বেঁচে থাকার লড়াই। সময়ের সঙ্গে তাল মিলিয়ে মানুষ ছুটছে নতুন কিছুর আশায়। ২০১৮ সালে মানুষের পক্ষে কিছু ভাল আশা করা যায়। এ বছরটা মানুষ কিছুটা ধৈর্য্য চেষ্টা দ্বারা কিছুটা ভাল ফল পাবে। যারা পড়াশোনা করছে তারা প্রত্যেকে মনঃসংযোগ ঠিক রেখে পড়াশুনা করবে। লগ্ন ও রাশি দেখে দশা ও গোচর এর পরিস্থিতি বুঝে প্রতিকার করলে শুভ ফল পাবে।
আপনার রাশি অনুসারে ফল দেখে নেওয়া যাকঃ--
মেষ রাশির জাতক/জাতিকা তাদের লাল প্রবাল ধারণ করা উচিত। অনিষ্ট গ্রহের দুস্প্রভাব থেকে বাঁচার জন্য রত্ন ধারণ করার বিচার আছে। মানুষের জীবনের বিষয়ে অনেক ভবিষ্যবাণী করা হয় এবং এটি প্রায়শই ফলে যায়। চলাফেরা ও অগ্নি থেকে সতর্ক থাকা প্রয়োজন। লাল রং ও পাথর শুভকারক। সংখ্যাতত্ত্বের নিয়মে ৯ সংখ্যা শুভ।মেষ রাশিতে রবির অবস্থান। মঙ্গলবার শুভসূচক।

Advertisement

বৃষ রাশির জাতক/জাতিকাদের হীরা শুভকারক। রবি বৃষরাশিতে অবস্থান হলে শুক্রবার শুভ। সংখ্যাতত্ত্বে ৬ শুভকারক।
মিথুন রাশির জাতক/জাতিকা যারা, তারা দ্বৈত মনোভাব পোষণ করবে না। তাহলে পরিস্থিতি জটিল হবে। সংখ্যাতত্ত্বের বিচারে শুভ সংখ্যা ৫। রবির মিথুনে অবস্থান বুধবার শুভ। সবুজ রং ও পান্না শুভকারক।
কর্কট রাশির জাতক/জাতিকা তাদের মুনস্টোন শুভ রত্ন। সোমবার শুভবার। সাদা রং শুভ। শুভ সংখ্যা ২।
সিংহ রাশির জাতকের রবিবার ও চুনী রত্ন শুভ। সোনালী ও কমলা রং শুভকারক।
কন্যা রাশির জাতকের বুধবার শুভ, শুভ সংখ্যা ৫। হীরা উপযোগী রত্ন।
তুলা রাশির জাতকের শুক্রবার শুভ, সাদা রং শুভ। হীরা উপযোগী রত্ন, শুভ সংখ্যা ৬।
বৃশ্চিক রাশির জাতকের মঙ্গলের প্রতিকার। পলা রত্ন শুভকর। লাল রং শুভ। মঙ্গলবার শুভ। শুভ সংখ্যা ৯।
ধনু রাশির জাতকের বৃহস্পতিবার শুভ। হালকা হলুদ ও ক্রীম রং শুভ। শুভ সংখ্যা ৩।
মকর রাশির জাতকের শনিবার শুভ। শুভ রত্ন নীলা, অ্যামেথিস্ট। শুভ সংখ্যা ৮।
কুম্ভ রাশির জাতকের শুভ সংখ্যা ৪। আহার নিয়ন্ত্রণ অবশ্যই প্রয়োজন।
মীন রাশির শুভ সংখ্যা ৭। আত্মবিশ্বাস ও মানসিক স্থিরতার প্রয়োজন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন