কাদের ভাগ্যে মদ্যপ স্বামী জেনে নিন

তাই বিবাহের পূর্বে জাতিকাদের কোষ্ঠী বিচার করা উচিত। এর ফলে জাতিকা এবং তার পরিজনেরা বিবাহের পূর্বেই জাতিকার কোষ্ঠী থেকে হবু স্বামীর মদের নেশা আছে কিনা তা জানতে পারেন।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ০৪ অক্টোবর ২০১৭ ০২:০০
Share:

যারা নিয়মিত মদ্য পান করেন তাদের সম্বন্ধে আজ আলোচনা করা যাক। মদ্যপানের ফলে মদ্যপ ব্যক্তিই শুধু নেশায় ক্ষতিগ্রস্ত হয়না, একই সঙ্গে তার সঙ্গে যুক্ত একাধিক মানুষের জীবনেও এর প্রভাব পড়ে। আমাদের সমাজে ছেলেরাই তুলনামূলক ভাবে বেশী মদ পান করেন। তাই বিবাহের পূর্বে জাতিকাদের কোষ্ঠী বিচার করা উচিত। এর ফলে জাতিকা এবং তার পরিজনেরা বিবাহের পূর্বেই জাতিকার কোষ্ঠী থেকে হবু স্বামীর মদের নেশা আছে কিনা তা জানতে পারেন।

Advertisement

আসুন দেখে নেওয়া যাক জাতিকার জীবনের এই আকস্মিক অশুভ পরিবর্তনের পিছনে কী কী কারণ লুকিয়ে আছে -

১। লগ্নের চতুর্থে দশম পতি রবি এবং দ্বাদশ ও স্থপতি শুক্র একত্রে অবস্থিত হলে জাতিকার স্বামী মদ্যপ হয়।
২। লগ্নের সপ্তম স্থানে তৃতীয় ও চতুর্থ পতি শনি স্থিত হলে জাতিকার স্বামী মদ্যপ হয়।
৩। নবম পতি চন্দ্র ষষ্ঠ স্থানস্থ হলে জাতিকার স্বামী মদের নেশা থাকে।
৪। একাদশ ও অষ্টম পতি বুধ পঞ্চম স্থানে নীচ রাশি গত।
৫। দ্বিতীয় ও পঞ্চম পতি বৃহস্পতি তৃতীয় ভাবে নীচ রাশি গত।
৬। কোষ্ঠীতে উভয়াচারী, সদা সঞ্চারী ও খল যোগের উপস্থিতি থাকলে স্বামী মদ্যপ হয়।
৭। লগ্নের দ্বিতীয় ও অষ্টম স্থানে যথাক্রমে রাহু ও কেতু নীচ ভাবগত।
৮। লগ্ন পতি নীচ ভাবগত রাহু সঙ্গে স্থিত হলে স্বামী মদ্যপ হয়।
৯। শনি চন্দ্রের দ্বি-দ্বাদশ সংযোগে থাকলেও জাতিকার স্বামী মদ্যপ হয়।

Advertisement

তবে মানুষের মদ্যপ হওয়ার পিছনে তিনটি বিষয়ের বা কারণের প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব থাকে। সেগুলি হল -

১। সামাজিক কারণ ২। পারিবারিক কারণ ৩। আর্থিক কারণ। আর এই কারণগুলিকে জয় করে জীবন যুদ্ধে লড়াই করার শক্তি দিতে পারেন একজন যথাযোগ্য স্ত্রী। কারণ স্ত্রী জাতি শক্তির স্বরূপ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন