তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার

যে সব জাতক-জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়।  নীচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী। 

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০১৮ ০৬:১৭
Share:

তিল চিহ্ন থেকে ভাগ্য বিচার দেখে নেওয়া যাক
১) যে সব জাতক-জাতিকার মাথায় তিল থাকে তারা মেধাবী ও উদার প্রকৃতির হয়।
২) গালে তিল থাকলে সে দরিদ্র হয়।
৩) যাদের কপালের বাম দিকে তিল থাকে তারা নানারূপ কুমতলব আঁটে।
৪) যাদের কপালের ডান দিকে তিল থাকে তারা সৌভাগ্যবাণ হয়ে থাকে।
৫) উপরের ঠোঁটে তিল থাকলে জাতক হয় কর্তব্যপরায়ন।
৬) নীচের ঠোঁটে তিল থাকলে সে হয় ভোগী ও বিলাসী।
৭) নাকের মাঝখানে তিল থাকলে জাতক হয় শান্ত ও ধীর প্রকৃতির।
৮) নাকের বাম দিকে তিল থাকলে হয় হতভাগ্য।
৯) নাকের ডান দিকে তিল থাকলে জাতক সৌভাগ্যবাণ হয়ে থাকে।
১০) ডান ভ্রুতে তিল থাকলে সে হয় চিন্তাশীল।
১১) বাম ভ্রুতে তিল থাকলে তারা সব সময় কু চিন্তায় লিপ্ত থাকে।
১২) যাদের গলায় তিল থাকে তারা হয় জ্ঞানী, গুণী, বিদ্বান ও সুখী হয়ে থাকে।
১৩) যাদের চিবুকে তিল থাকে তারা দৃঢ়চেতা ও স্থির মতি সম্পন্ন হয়।
১৪) গলার নীচের দু-পাশে তিল থাকলে সে জ্ঞানী ও ভাগ্যশালী হয়ে থাকে।
১৫) চোখের মধ্যে তিল থাকলে সে দূরদর্শী ও বিদ্বান হয়ে থাকে।
১৬) ঠোঁটের নীচে তিল থাকলে সে হয় প্রেমিক।
১৭) যে সব জাতকের বুকে তিল থাকে সে হয় জ্ঞানী, সাহসী, সৌভাগ্যবাণ ও উদার।
১৮) ডান হাতের করতলে তিল থাকলে সে উদ্যমী ও কর্মনিপুণ হয়।
১৯) বাম হাতের করতলে তিল থাকলে সে অসৎ কর্মে লিপ্ত হতে পারে।
২০) যাদের কাঁধে তিল থাকে তারা হয় পরিশ্রমী।
২১) যাদের পেটে তিল থাকে তারা হয় ভোজনবিলাসী ও পেটুক।
২২) ডান পায়ের তলায় তিল থাকলে সে খুব ভ্রমণপ্রিয় হয়।
২৩) বাম পায়ে তিল থাকলে সে অলস প্রকৃতির হয়।
২৪) কানে তিল থাকলে সে বিদ্বান ও সৌভাগ্যশালী হয়।
২৫) বাম উরুতে তিল থাকলে শ্রমের দ্বারা তার উন্নতি হয়।
২৬) ডান উরুতে তিল থাকলে স্বাস্থ্যবাণ হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন