শনির সাড়ে সাতি থেকে বাঁচার উপায়

কালো তিল দিয়ে ৪৪ দিন স্নান করুন। শনিবার শুরু করবেন। সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য 

শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৭ ০২:৫১
Share:

রত্ন প্রতিকার:- নীলা বা এমিথিষ্ট রত্ন ধারণ করলে শনির দোষ কাটে।
ধাতু প্রতিকার:- সীসা ধারণ করলে শনিদেবের কোপ থেকে রেহাই পাওয়া যায়।
দান প্রতিকার:- মাসকলাই, কালো তিল, কুলত্থ কলাই, লোহা, সীসা, কালো কাপড়, কালো ঘোড়া দান।
ভোজন প্রতিকার:- কাক, কালো জীবজন্তু, মোষ, যোগীপুরুষকে ভোজন করলে শনির দোষ কাটে
পূজা প্রতিকার:- কালো অগুরুর ধূপ জ্বালিয়ে শনি মন্দিরে পরপর আটটি শনিবার পূজা দিলে শনির দোষ কাটে।
প্রণাম মন্ত্র:- নীলাঞ্জন চয় প্রখ্যাং রবিসূত মহাগ্রহম।
ছায়ায়া গর্ভসম্ভুতঃ বন্দে ভক্ত্যা শনৈশ্চয়ম।।
এ ছাড়া কিছু টোটকা:-
১। শনিবার নিরামিষ খান।
২। বৃদ্ধ মানুষকে সেবা করুন।
৩। কালো তিল দিয়ে ৪৪ দিন স্নান করুন। শনিবার শুরু করবেন।

৪। হনুমান চাল্লিশা, দুর্গা চাল্লিশা, শিব চাল্লিশা পাঠ করুন।
৫। বাড়ির বয়স্ক ব্যক্তি, পিতা, মাতাকে প্রণাম করে কাজে বেরোন।
৬। সকালে গুড় ও রুটি কালো কুকুরকে খাওয়ালে সাড়ে সাতির অশুভ প্রভাব থেকে মুক্তি পাওয়া যায়।
৭। ভাত রান্না হওয়ার পরেই খাবার আগে যদি কাককে খাওয়ানো হয় তা হলে শুভ ফল হবেই।
৮। প্রতি শনিবার শিবের পূজা করা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন