কাদের পক্ষে কোন জীবিকা ভাল হবে

জন্মছকে লগ্নভাব জাতক নিজে। বিদ্যার ক্ষেত্রে তৃতীয়ভাব নির্দেশ করে শিক্ষায় আগ্রহ, চতুর্থভাব নির্দেশ করে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষালাভ। নবমভাব নির্দেশ করে উচ্চশিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। পঞ্চমভাব নির্দেশ করে বুদ্ধিমত্তা ও মেধা।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৮ ০০:২১
Share:

কাদের পক্ষে কোন জীবিকা ভাল হবে জানতে চান?
জীবিকার কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে শিক্ষার কথা। বর্তমানে অভিভাবকরা সন্তানের উপযুক্ত শিক্ষা ও শিক্ষার শেষে কর্মপ্রাপ্তির বিষয়ে খুবই চিন্তিত। জন্মছকে লগ্নভাব জাতক নিজে। বিদ্যার ক্ষেত্রে তৃতীয়ভাব নির্দেশ করে শিক্ষায় আগ্রহ, চতুর্থভাব নির্দেশ করে স্নাতক স্তর পর্যন্ত শিক্ষালাভ। নবমভাব নির্দেশ করে উচ্চশিক্ষা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা। পঞ্চমভাব নির্দেশ করে বুদ্ধিমত্তা ও মেধা।

Advertisement

দেখে নেওয়া যাক কাদের পক্ষে কোন জীবিকা ভালঃ-
ক। ৫, ৮, ৯ অথবা ৫, ৬, ১২ ভাবের নির্দেশক হয়ে রবি এবং শুক্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে জীবনবিজ্ঞান নিয়ে শিক্ষা নির্দেশ করে।
খ। ৩, ৯ ভাবের নির্দেশক হয়ে বৃহস্পতি, বুধ, মঙ্গল গ্রহ পরস্পর কোনও না কোনও ভাবে সম্পর্ক যুক্ত হলে ম্যানেজমেন্ট।
গ। ৪, ৮ ভাবের নির্দেশক হয়ে শনি ও মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে ভূগোল।
ঘ। ৪, ৯, ১০ ভাবের সঙ্গে মঙ্গল, বুধ, শনি সম্পর্ক যুক্ত হলে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং।
ঙ। ৪, ৯ ভাবের নির্দেশক হয়ে রবি, বুধ, শুক্র সম্পর্ক যুক্ত হলে পদার্থবিদ্যা।
চ। ৪, ৯, ১০ ভাবের নির্দেশক হয়ে মঙ্গল, বুধ ও শুক্র সম্পর্ক যুক্ত হলে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং।
ছ।৩, ৯ ভাবের নির্দেশক হয়ে বৃহস্পতি, বুধ, চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে সাংবাদিকতা।
জ। ৫, ৯ ভাবের নির্দেশক হয়ে চন্দ্রের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে মনোবিজ্ঞান।
ঝ। ৩, ৪, ৯ ভাবের নির্দেশক হয়ে বৃহস্পতি, বুধ, মঙ্গলের সঙ্গে সম্পর্ক যুক্ত হলে আইন।
ঞ। ৪, ৬, ৯, ১০, ১২ ভাবের নির্দেশক হয়ে রবি, বুধ, শুক্র, বৃহস্পতির সঙ্গে সম্পর্ক যুক্ত হলে জেনারেল ফিজিশিয়ান।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন