গ্রহ অনুযায়ী পড়াশোনার ঘর কেমন হওয়া উচিত?

বুধ হচ্ছে বুদ্ধির কারক। চন্দ্র মনের কারক। যাদের রাশিচক্রে বুধ, বৃহস্পতি ও চন্দ্র বলবান অবস্থায় রয়েছে তাদের অধ্যয়নে মন বসবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ১৮ নভেম্বর ২০১৭ ০০:০০
Share:

বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ। বুধ হচ্ছে বুদ্ধির কারক। চন্দ্র মনের কারক। যাদের রাশিচক্রে বুধ, বৃহস্পতি ও চন্দ্র বলবান অবস্থায় রয়েছে তাদের অধ্যয়নে মন বসবে। বৃহস্পতি সাময়িক জ্ঞান বাড়াতে, বুধ বুদ্ধির বিকাশ ও তারাতারি মুখস্থ করতে, চন্দ্র অধ্যয়নে মন বসাতে সাহায্য করে। অনেক সময় দেখা সব পড়াশোনার গ্রহ ঠিক থাকা সত্ত্বেও অধ্যয়নে মন বসছে না, তখন পড়ার ঘরটা ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়া দরকার।

Advertisement

•• নিয়ম অনুযায়ী অধ্যয়ন কক্ষে টেবিল পূর্ব দিকে রাখে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে অধ্যয়নে ভাল মন বসে।

•• বুধ যদি রাশিচক্রে বলবান হয় তাদের অধ্যয়ন কক্ষের উত্তরদিকে টেবিল, এবং উত্তরদিকে মুখ করে পড়তে বসতে হয়।

Advertisement

•• বৃহস্পতি যদি রাশিচক্রে বলবান হয় তাদের পড়ার টেবিল রাখা উচিত ঈশান কোনে এবং পূর্বদিকে মুখ করে পড়তে বসা খুব ভাল।

•• শুক্র যদি বলবান হয় তাদের অধ্যয়ন কক্ষে টেবিল রাখা উচিত উত্তরদিকে বা পূর্বদিকে এবং সেই দিকেই মুখ করে পড়তে বসলে পড়ায় খুব ভাল মন বসে।

•• অধ্যয়নকক্ষে সুন্দর চিত্র টাঙানো থাকবে, দেবদেবীর চিত্র টাঙানো সব থেকে ভাল। পড়ার টেবিলের ওপর গণেশের মূর্তি রাখলে পড়ায় মন বসাতে সুবিধা হয়। মূর্তি রাখার জায়গা না থাকলে ছবি রাখা যেতে পারে।

•• পড়তে বসার আগে সরস্বতী দেবীর মন্ত্র জপ করে পড়তে বসা উচিত।

•• কোনও সময় পশ্চিম বা দক্ষিনদিকে মুখ করে অধ্যয়ন করা উচিত নয়। অধ্যয়ন কক্ষে খুব বেশি আলো আসার ব্যবস্থা রাখা উচিত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement