মাঘ মাসে জন্ম হলে

আপনি প্রচন্ড যুক্তিবাদী।ধীর- স্থির ভাবে যুক্তি-তর্ক  করতে ভালবাসেন।যদিও নিজেকে নিয়ে থাকতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন , তবুও যেখানে জনসমাগম বেশি হয় সেখানে যেতে আপনার মন চায়।

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৮ ০১:০৫
Share:

মাঘ মাসে জাত ব্যক্তির জীবনে থাকবে নানা উল্লেখযোগ্য ঘটনা যা তাকে অবিস্মরণীয় করতে পারে।
এ সময় যারা জন্মাবেন তারা পাবেন কুম্ভ-মকরের প্রভাব, নচেৎ কুম্ভ-মীনের প্রভাব।যারা মাঘের ১৫ দিনের মধ্যে জন্মাবেন তারা পাবেন কুম্ভ-মকরের গুণ,আর বাকিরা কুম্ভ-মীনের যৌথ গুণাবলী।তাই তো আপনার জীবনে আসবে বিচিত্র অভিজ্ঞতা।প্রায়ই দুঃখ আসতে পারে মনে।

Advertisement

কেমন হবে এমাসে জাতব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্যঃ—
আপনার জন্মদিন যদি এ মাসে হয় তবে আপনি হবেন প্রচন্ড অনুভূতিপ্রবণ। অল্পতেই দুঃখ বা ব্যথা পাবেন। ভালোবাসার পাত্র বা পাত্রীর কাছেও নিজেকে মেলে ধরতে পারবেন না। বহুলোকের সঙ্গে চেনা জানা থাকলেও প্রাইয়শঃই একলাবোধ করবেন। নিজের মতে বা সিন্ধান্তে টিকে থাকার ক্ষমতা আপনার প্রবল। শুধু তাই নয়, আপনার অভিমত সবসময় নিজের মধ্যে লুকিয়ে রাখবেন। অন্যের কাছে প্রকাশ করতে দ্বিধাবোধ করবেন। যদি কখনও বা নিয়ন্ত্রণ হারিয়ে কিছু বলে ফেলেন তবে বিবেকের যন্ত্রণায় ভুগবেন। জনসাধারণের মঙ্গল করতে আপনি সর্বদা প্রস্তুত।অপরের দুঃখ মোচন করতে আপনি এগিয়ে যাবেন, সময় অসময় দেখবেন না।অর্থব্যয়ও করবেন।আপনি প্রচন্ড যুক্তিবাদী।ধীর- স্থির ভাবে যুক্তি-তর্ক করতে ভালবাসেন।যদিও নিজেকে নিয়ে থাকতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন তবুও যেখানে জনসমাগম বেশি হয় সেখানে যেতে আপনার মন চায়।আপনার নিজের স্নায়ুমন্ডলী যদিও সবসময় উত্তেজিত থাকে,তবুও অপরকে শান্ত করার অদ্ভুত ক্ষমতা থাকবে আপনার মধ্যে।যদি আপনি বড়লোকের ঘরে জন্মগ্রহন করে থাকেন তবে আপনার অন্তর্নিহিত গুণাবলী ফুটে ওঠার সম্ভাবনা কম।জীবনস্রোতে ভেসে যাবেন।সঙ্গী-সাথী নির্বাচন করবেন সাবধানে। আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে কম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন