আপনার জন্মতারিখ বলে দেবে আপনার ভবিষ্যৎ 

সংখ্যার অজানা জগতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনও ব্যক্তির নিউমেরোলজিক্যাল চার্টৈ বার্থডে নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার বার্থডে নাম্বারটি যদি ‘২’ হয়ে থাকে, তবে দেখে নিন সারা জীবন এই নাম্বারটি আপনার উপর কি প্রভাব বিস্তার করছে

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য

শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০১৭ ১২:৪৬
Share:

সংখ্যার অজানা জগতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনও ব্যক্তির নিউমেরোলজিক্যাল চার্টৈ বার্থডে নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার বার্থডে নাম্বারটি যদি ‘২’ হয়ে থাকে, তবে দেখে নিন সারা জীবন এই নাম্বারটি আপনার উপর কি প্রভাব বিস্তার করছেঃ-
১। এরা খুবই অমায়িক স্বভাবের ও দয়ালু প্রকৃতির হয়ে থাকে।
২। এরা খুব ভালোবাসে পারস্পরিক শান্তি বজায় রেখে চলতে।
৩। আশেপাশের পরিবেশের দ্বারা এরা খুব সহজেই প্রভাবিত হয়।
৪। এরা ভীষণ আবেগপ্রবণ হয় তাই সহজেই কষ্ট পায়। মাঝে মাঝেই এরা ডিপ্রেশন ও কনফিডেন্সের অভাগে ভোগে। সেই কারণে নেগেটিভ মাইন্ডেড মানুষজনের কাছ থেকে দুরে থাকাই বাঞ্জনীয়।
৫। এরা একটু কল্পনাপ্রবণ হয়।
৬। এরা খুব বেশি বাস্তববাদী নয়।
৭। এরা খুব ঘুরতে ভালোবাসে। কেননা এরা পরিবর্তন পছন্দ করে।
৮। যে কোনও ধরনের মিউজিকে এদের পারদর্শিতা দেখতে পাওয়া যায়।
৯। এরা অন্যদের মন খুব ভালো বুঝতে পারে। তাই অন্যদের সাথে এরা অ্যাডজাস্ট করে চলতে পারে।
১০। এদের ইনট্যুইশন পাওার বেশি হবার জন্য আগে থেকেই বুঝতে পারে অন্যরা কী বলতে চাইছে।
১১। এরা পলিটিক্স, মিউজিক, অ্যাক্টিং, রাইটিং, অন্যান্য ক্রিয়েটিভ অ্যাক্টিভিটি ইত্যাদিতে সফল হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন