আপনার জন্মতারিখ বলে দেবে আপনার ভবিষ্যৎ

আপনার বার্থডে নাম্বারটি যদি ‘৩’ হয়ে থাকে, তবে দেখে নিন সারা জীবন এই  নাম্বারটি আপনার উপর কি প্রভাব বিস্তার করছে

Advertisement

পার্থ প্রতিম আচার্য্য 

শেষ আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৭ ০০:০৭
Share:

সংখ্যার অজানা জগতে আপনাদের সবাইকে স্বাগত। যে কোনও ব্যক্তির নিউমেরোলজিক্যাল চার্টে বার্থডে নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার বার্থডে নাম্বারটি যদি ‘৩’ হয়ে থাকে, তবে দেখে নিন সারা জীবন এই নাম্বারটি আপনার উপর কি প্রভাব বিস্তার করছেঃ-

Advertisement

জন্মতারিখ ‘৩’ হলেঃ-

১। এদের মধ্যে যথেষ্ট সৃজনশীলতা লক্ষ করা যায়।

Advertisement

২। এরা প্রচন্ড কল্পনাপ্রবন হয়ে থাকে।

৩। এরা যেহেতু সুবক্তা, তাই ভীষণ ভালো সেলস পার্সন হতে পারে।

৪। এরা নিজেকে যেমন সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে ঠিক তেমনই নিজের ঘরও গুছিয়ে রাখতে ভালোবাসে।

৫। এরা একটু মুডি প্রকৃতির হয়ে থাকে।

৬। একাকিত্বকে এরা ভয় পায়।

৭। এদের মধ্যে প্রচুর প্রতিভা। তাই তুচ্ছ বিষয়ে যাতে এদের সময় নষ্ট না হয় সেদিকে লক্ষ রাখা একান্ত জরুরি। জীবনের লক্ষ সম্পর্কৈ সচেতন থাকা উচিত।

৮। যে সমস্ত প্রফেশনে জনসংযোগ হয় সেই সমস্ত প্রফেশনে এদের জন্য ভালো। এছাড়া ল, মিউজিক, মেডিসিন বা অ্যাডভার্টাইজিং-এ এরা উন্নতি করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement