Astrological Tips

কোন গ্রহের ক্ষেত্রের অস্বাভাবিকত্ব কোনও রোগের আশঙ্কা বাড়িয়ে দেয়?

হাত দেখে বোঝা যায় কোনও রোগের আশঙ্কা আছে কি না। কোন রোগের কী রকম ইঙ্গিত থাকে?

Advertisement

সুপ্রিয় মিত্র

কলকাতা শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২২ ১৯:৪৪
Share:

গ্রহের অস্বাভাবিকত্বের ফলে কোন রোগের কী রকম ইঙ্গিত থাকে? প্রতীকী ছবি।

হাতের তালুর প্রত্যেক চুরার (মাউন্ট) গঠন কোনও না কোনও রোগ সম্পর্কে ইঙ্গিত দান করে।

Advertisement

তর্জনীর নিম্ন ভাগ বা বৃহস্পতির ক্ষেত্র, মধ্যমার নিম্ন ভাগ বা শনির ক্ষেত্র, অনামিকার নিম্ন ভাগ বা রবির ক্ষেত্র, কনিষ্ঠার নিম্ন ভাগ বা বুধের ক্ষেত্র, বৃদ্ধাঙ্গুলির নিম্নভাগ বা শুক্রের ক্ষেত্র, এ ছাড়া চন্দ্র এবং মঙ্গলের ক্ষেত্র বিভিন্ন রোগ সম্পর্কে ইঙ্গিত দান করে।

তর্জনীর নিম্ন ভাগ বা বৃহস্পতির ক্ষেত্র শুভ বা সুগঠিত হলে সুস্বাস্থ্যের অধিকারী বলা হয়। তবে খাদ্যের প্রতি (বেশি খাবার খাওয়ার প্রবনতা) আসক্তি বেশি হওয়ার কারণে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে। তর্জনীর নীচের অংশ বা তৃতীয় ভাগ বেশি লম্বা এবং মোটা হলে হজম সংক্রান্ত সমস্যায় ভোগার আশঙ্কা প্রবল। এ ছাড়াও স্থূলতা বা মেদ বৃদ্ধির সমস্যা, অঙ্গ বিকৃতি বা সন্ন্যাস রোগের আশঙ্কা বাড়ায়।

Advertisement

বাতের সমস্যা দেখা দিতে পারে। যকৃতের ব্যাধির প্রবণতা বলা যায়।

মধ্যমার নিম্ন ভাগ শনির ক্ষেত্র, শনি বাত এবং স্নায়ুর সমস্যার কারণ শনির ক্ষেত্র বেশি উঁচু খুব সুগঠিত হলে বিষণতা, একাকিত্বের সমস্যা দান করে। শনির চুরায় যদি গ্রিল চিহ্ন থাকে তাহলে দাঁতের এবং বাতের রোগের আশঙ্কা বৃদ্ধি করে।

অনামিকা বা রবির ক্ষেত্রের সহিত হৃৎপিণ্ডের রোগের সম্পর্ক। হৃদয় রেখার সহিত ও হৃৎপিণ্ডের রোগের সম্পর্ক। হৃদয় রেখা ভাঙ্গা বা হৃদয় রেখার উপর কোন বিন্দু (সাধারণত রবির ক্ষেত্রের নীচে) থাকার অর্থ হৃৎপিণ্ডের সমস্যা নির্দেশ করে। রবির আঙুল বাঁকা হলে কার্ডিয়োভাস্কুলার রোগের আশঙ্কা বৃদ্ধি করে।

কনিষ্ঠা বা বুধের ক্ষেত্রর সহিত স্নায়ু এবং মানসিক রোগের সম্পর্ক। বুধের ক্ষেত্র সুগঠিত হলে সাধারণত সুস্বাস্থ্যের অধিকারী বলা যায়। বুধের ক্ষেত্রের অস্বাভাবিকতা সাধারণত স্নায়বিক, মানসিক রোগ এবং লিভারের অস্বাভাবিকতা নির্দেশ করে।

শুক্রের ক্ষেত্রের সহিত যৌন রোগের সম্পর্ক। শুক্রের ক্ষেত্র অস্বাভাবিক হলে চোখের (সাদা অংশের) সমস্যার ইঙ্গিত।

চন্দ্রের সহিত মনের রোগের সম্পর্ক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন