Sandeshkhali Incident

সন্দেশখালিতে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ, পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে

বসিরহাটের পুলিশ সুপার জানিয়েছেন, দু’দিন আগে ইন্দ্রজিৎ সাউ এক নাবালিকাকে যৌন নির্যাতন করেন বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। প্রতিক্রিয়া মেলেনি তৃণমূলের।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

সন্দেশখালি শেষ আপডেট: ১৯ মে ২০২৪ ১১:৪৭
Share:

তৃণমূল নেতার ছেলেকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। — ফাইল চিত্র।

নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে সন্দেশখালিতে গ্রেফতার তৃণমূল নেতার ছেলে। তাঁর বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ। রবিবারই তাঁকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। শনিবার রাতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

Advertisement

অশান্তি থামার নাম নেই সন্দেশখালিতে। স্টিং ভিডিয়োকাণ্ড নিয়ে তোলপাড়ের মধ্যেই এ বার নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ গ্রেফতার করল এক তৃণমূল নেতার ছেলেকে। এলাকায় তৃণমূল নেতা হিসাবে পরিচিত ফণীভূষণ সাউয়ের ছেলে ইন্দ্রজিৎ। তাঁকেই গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, দিন দুয়েক আগে ১৫ বছর বয়সি এক নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ ওঠে ইন্দ্রজিতের বিরুদ্ধে। স্থানীয় সূত্রে খবর, নাবালিকার পরিবার বিজেপি-ঘনিষ্ঠ। পদ্মশিবিরের অভিযোগ, সেই কারণেই ওই পরিবারকে নিশানা করেছে তৃণমূল। যদিও, এখনও এ বিষয়ে তৃণমূলের কোনও প্রতিক্রিয়া মেলেনি।

বসিরহাটের পুলিশ সুপার হোসেন মেহেদি রহমান জানিয়েছেন, সন্দেশখালির বেড়মজুর গ্রামের বাসিন্দা এক ১৫ বছরের নাবালিকাকে নির্যাতনের অভিযোগে গতকাল (শনিবার) রাতে ইন্দ্রজিৎ সাউ নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, শনিবার নাবালিকাকে যৌন নির্যাতনের ঘটনায় সিবিআইকে অভিযোগ জানিয়েছিল পরিবার। সে দিনই সিবিআই অভিযোগের ফাইল পাঠিয়ে দেয় পুলিশের কাছে। সিবিআইয়ের নথি হাতে পেয়ে পুলিশ পদক্ষেপ করে। রাতে সন্দেশখালি থানার পুলিশ গ্রেফতার করে ইন্দ্রজিৎকে। স্থানীয়েরা জানাচ্ছেন, এলাকায় ইন্দ্রজিৎও তৃণমূল-ঘনিষ্ঠ বলেই পরিচিত।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন