Astrological Tips

দৈনন্দিন জীবনের নানা জটিলতা কাটাবেন কী ভাবে? কী বলে জোতিষশাস্ত্র?

দৈনন্দিন জীবনে আমাদের নানা সমস্যায় পড়তে হয়। সমাধান পেতে মেনে চলুন বিশেষ কিছু টোটকা।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২৩ ২০:২৯
Share:

বিশেষ কিছু টোটকা মেনে চললে জীবনে বিভিন্ন সমস্যার সমাধান পাবেন। প্রতীকী ছবি।

দৈনন্দিন জীবনে আমরা সমস্যার সম্মুখীন হই। চলার পথে আমাদের কখনও সুখ কখনও দুঃখ নিয়েই চলতে হয়। তবে সুখ বা দুঃখ কোনওটিই স্থায়ী নয়। জীবনে বিভিন্ন সমস্যার সমাধান পেতে আমরা নানা উপায় খু্ঁজি। জীবনে বিভিন্ন জটিলতা কাটাতে জোতিষশাস্ত্রে বিশেষ কিছু টোটকার কথা বলা রয়েছে।

Advertisement

কোন টোটকাগুলি করবেন?

১) ন’টা এক টাকার কয়েন একসঙ্গে পর পর সাজিয়ে নিন, তার পর লাল রঙের সুতো দিয়ে সব কয়েনগুলি বেঁধে ফেলুন। কয়েনগুলি এমন ভাবে বাঁধতে হবে যেন সেগুলি দেখা না যায়। বাঁধার পর কয়েনগুলি ঠাকুরের আসনের সামনে ঝুলিয়ে দিন।

Advertisement

২) শনির দশা যদি জন্মছকে থাকে, তা হলে লোহার আংটি শনিবার দিন দুপুর ১২টার আগে ধারণ করুন।

৩) দীর্ঘ দিন রোগে ভুগলে সারা দিনে যে কোনও সময়ে ১০৮ বার মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। এর ফলে রোগের হাত থেকে অনেকাংশে মুক্তি পাবেন।

৪) গাড়ি বা যে কোনও যানবাহনের সামনে জগন্নাথ দেবের ছবি লাগান।

৫) সন্তানদের লেখাপড়ায় উন্নতি করতে, তাদের হাতের অনামিকা আঙুলে একটি তামার আংটি পরিয়ে রাখুন। এতে পড়াশোনার উন্নতি হবে।

৬) টাকা-পয়সা সঞ্চয় করতে বাড়ির ঈশান কোণে একটি মাটির ঘটে কিছুটা ইঁদুরের মাটি নিয়ে, এক হাত গর্ত করে পুঁতে দিন।

৭) ঘুম থেকে উঠে বিছানা থেকে নামার আগে ছেলেরা ডান পা এবং মেয়েরা বাঁ পা মাটিতে প্রথম ফেলুন, এতে অসাধারণ ফল পাওয়া যাবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement