Birthmark

বাঁ কাঁধে জন্মদাগ থাকলে ভবিষ্যতে আপনার কী সমস্যা হতে পারে, তা নিয়ে কী বলছে জ্যোতিষ?

শরীরের বিভিন্ন অংশের জন্মদাগ দেখে আপনার ভবিষ্যৎ গণনা করা যায়। শরীরে কোন অংশে জন্মদাগ আপনার সম্পর্কে কী বলছে?

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৫:৪৬
Share:

—প্রতীকী চিত্র।

জ্যোতিষশাস্ত্র হল এমন একটি শাস্ত্র যা, ভবিষ্যতে আপনার সঙ্গে কী ঘটবে, তা আগাম কিছুটা হলেও জানিয়ে দিতে পারে। আগাম ভবিষ্যৎ জানার ইচ্ছা বা আগ্রহ কম-বেশি আমাদের সকলের মধ্যেই থাকে। জ্যোতিষশাস্ত্রের এমনি একটি ব্যাপার হচ্ছে, শরীরের বিভিন্ন অংশের জন্মদাগ দেখে আপনার ভবিষ্যৎ গণনা করা। এ বার দেখে নিই শরীরে কোন অংশে জন্মদাগ আপনার সম্পর্কে কী বলছে।

Advertisement

বুকের ডান দিকে জন্মদাগ

বুকের ডান দিকে যদি জন্মদাগ থাকে, তা হলে সৌভাগ্য সব সময়ে আপনার সঙ্গে থাকবে। এবং আপনি খুবই সৌভাগ্যশালী ও পতিপত্তিশালী মানুষ হবেন।

Advertisement

বুকের বাঁ দিকে জন্মদাগ

বুকের বাঁ দিকে জন্মদাগ থাকলে সেটাও প্রচুর সৌভাগ্য বয়ে নিয়ে আসে। এই স্থানে দাগ থাকলে সে ব্যেক্তি যা পদক্ষেপই নিক না কেন, তা সফল হতে দেখা যায়।

বুকের মাঝখানে জন্মদাগ

বুকের মাঝখানে জন্মদাগ থাকলে খুবই শুভ বলে মানা হয়। তারা সম্ভবত তাদের পূর্ব পুরুষের সম্পত্তির অধিকারী হয় এবং ভবিষ্যতেও প্রচুর অর্থের মালিক হয়।

পায়ের জন্মদাগ

পায়ে জন্মদাগ থাকলে তারা সব কাজে একটু বিভ্রান্তি যুক্ত হয়ে থাকে। আর সে জন্য সব কাজে একটু দেরিও করে ফেলে, ফলে পিছিয়ে থাকে। দক্ষতা, ক্ষমতার মালিক হয়ে থাকলেও তা প্রকাশ পায় না।

পায়ের নীচে জন্মদাগ

পায়ের নীচে জন্মদাগের অর্থ হল, এরা ভীষণ ভাবে ভ্রমণপিয়াসী হন। জীবনের বেশ কিছুটা সময় ঘুরে বেড়িয়ে কাটান।

বাঁ কাঁধে জন্মদাগ

বাঁ কাঁধে জন্মদাগ থাকলে সে ব্যেক্তি খুবই অভাব অনটন ভোগ করবেন। ভবিষ্যতেও এঁদের অর্থিক সমস্যা লেগেই থাকবে।

ডান কাঁধে জন্মদাগ

ডান কাঁধে এই দাগ থাকলে কোনও ব্যক্তি সব সময়ে ধন সম্পত্তিতে ভরে থাকবে। আপনার ভবিষ্যৎ হবে খুবই উজ্জ্বল।

ডান ঘারে জন্মদাগ

ডান ঘাড়ে জন্মদাগ থাকলে জানতে হবে সে ব্যক্তি সব সময়ে নিজের পরিবারের প্রতি যত্নশীল এবং পরিবারকে একটু বেশি সময় দিতে ভালবাসেন।

পেটে জন্মদাগ

এই ধরনের ব্যক্তিরা একটু স্বার্থপর গোছের হন। এঁদের সঙ্গে খুব ভেবে-চিনতে মেলামেশা করতে হবে।

হাতের আঙুলে জন্মদাগ

হাতের আঙুলে জন্মদাগ থাকলে এঁরা নিজের কাজ কাউকে দিয়ে করাতে একদম পছন্দ করেন না।

নাকে জন্মদাগ

নাকে জন্মদাগ থাকলে জানতে হবে আপনি খুব সম্মানীয় ব্যক্তি। এবং শিল্পকলায় আপনার প্রচুর আগ্রহ থাকবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement