কোন রাশির জাতক-জাতিকা কী ভাবে ফ্লার্ট করে?

প্রতিটি রাশির জাতক বা জাতিকার মধ্যেই প্রেমের রামধনুর রং দেখতে পাওয়া গেলেও রামধনুর যে রংটি আপনার পছন্দের সেই রংটি (রাশির জাতক বা জাতিকাকে) বেছে নিন আপনার জন্য।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৯ জুন ২০১৮ ০০:০০
Share:

স্বাধীনভাবে বাঁচার অধিকার মানব জীবনের প্রাথমিক শর্ত। স্বাধীনভাবে বাঁচতে চাওয়ার আনন্দের মধ্যেই মিলেমিশে থাকে সৃষ্টির আনন্দ। যেখানেই জীবন ভারাক্রান্ত, চাওয়া পাওয়ার চিন্তায় ক্লিষ্ট, সেখানেই সৃষ্টির পথ রুদ্ধ। তাই নিজের সঙ্গে যদি নিজের দেখা না হয়, তা হলে আমার আঁখি তোমার ‘তুমি’কে কোনও দিনই খুঁজে নিতে পারবে না। তাই নিজের মনে ডুব দিন, নিজেকে চিনুন, নিজেকে জানুন। নিজেদের ইচ্ছেগুলোকে জোর করে দমিয়ে না রেখে ডানা মেলে দিন। প্রিয়জনদের কষ্ট না দিয়ে নিজের স্বপ্ন নিয়ে বাঁচুন আর বাঁচিয়ে রাখুন আপনার ভালবাসার সম্পর্ককে।

Advertisement

প্রতিটি রাশির জাতক বা জাতিকার মধ্যেই প্রেমের রামধনুর রং দেখতে পাওয়া গেলেও রামধনুর যে রংটি আপনার পছন্দের সেই রংটি (রাশির জাতক বা জাতিকাকে) বেছে নিন আপনার জন্য। প্রেমের হাত ধরাধরি করে ফ্লার্ট করাতেও জাতক-জাতিকারা কমবেশি দক্ষ।

জেনে নিন কোন রাশির জাতক-জাতিকা কী ভাবে ফ্লার্ট করে-

Advertisement

মেষ: ইমপেশেন্ট ফ্লার্টার।

বৃষ: রোম্যান্টিক ফ্লার্টার।

মিথুন: সেনসেটিভ ফ্লার্টার।

কর্কট: ইমোশনাল ফ্লার্টার।

সিংহ: ফ্ল্যামবয়েন্ট ফ্লার্টার।

কন্যা: ক্যালকুলেটিভ ফ্লার্টার।

তুলা: মাস্টার অফ ফ্লার্টার।

বৃশ্চিক: অ্যাগ্রেসিভ ফ্লার্টার।

ধনু: ফ্রেন্ডলি ফ্লার্টার।

মকর: সিরিয়াস ফ্লার্টার।

কুম্ভ: সাই ফ্লার্টার।

মীন: ড্রিমি ফ্লার্টার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন