সপ্তমভাব থেকে আপনার স্বামী বা স্ত্রীর চরিত্র জেনে নিন (তৃতীয় পর্ব)

সপ্তম স্থানে বৃহস্পতির বর্গে বৃহস্পতি যুক্ত হলে, জাতকের একটাই বউ হয়। জাতক এক পত্নী সুখে সুখী হয়।

Advertisement

অসীম সরকার

শেষ আপডেট: ১১ জুন ২০১৮ ০০:০০
Share:

(১) লগ্নের সপ্তম ভাব শুভ ক্ষেত্র, শুভ যুক্ত বা শুভ দৃষ্ট হলে স্ত্রী বা স্বামী সুখী হয়। শ্বশুর কূল থেকে সুখ, জাতকের ক্ষেত্রে পত্নী রুপবতী ও গুণবতী হয়। তবে পাপযুক্ত হলে বা পাপদৃষ্ট হলে সেরকম হয় না।

Advertisement

(২) সপ্তম স্থানে বৃহস্পতির বর্গে বৃহস্পতি যুক্ত হলে, জাতকের একটাই বউ হয়। জাতক এক পত্নী সুখে সুখী হয়।

(৩) সপ্তম স্থানে বৃহস্পতি ও বুধ কিংবা চন্দ্র ও শুক্র বা বলবান শুক্র সপ্তমস্থ হলে জাতকের বহু পত্নী হয়।

Advertisement

(৪) লগ্ন পতি অষ্টমস্থ হলে সপ্তমস্থান ও দ্বিতীয়ত স্থান পাপযুক্ত হলে জাতকে দ্বিভার্যা হয়।

(৫) রবি বা মঙ্গল সপ্তম পতি হলে জাতকের একটিই স্ত্রী হয়।

(৬) লগ্ন, সপ্তম ও বারোশ স্থান পাপগ্রহ এবং পঞ্চম স্থানে ক্ষীণ চন্দ্র থাকলে, জাতকের কোনও স্ত্রী এবং ছেলেমেয়ে থাকে না।

(৭) পাপ দৃষ্ট বা পাপ যুক্ত রাহু সপ্তমে থাকলে জাতকের বিয়ে হয় না। যদি বা বিয়ে হয়, তবে স্ত্রী জীবিত থাকে না।

(৮) ষষ্ঠে মঙ্গল, সপ্তমে রাহু ও অষ্টমে শনি (কিংবা দশমে রবি ও ষষ্ঠে চন্দ্র) থাকলে জাতকের স্ত্রী বাঁচে না।

(৯) চন্দ্র ও শনি সপ্তমস্থ হলে জাতককে সেই মেয়েকে বিবাহ করতে হয় যার একবার বিয়ে হয়েছে।

(১০) লগ্নে,সপ্তমে ও বারোশে পাপগ্রহ থাকলে, এবং চন্দ্র ও শুক্র দুর্বল হলে, জাতকের বিয়ে হয় না। হলেও বন্ধ্যা স্ত্রী হয়।

(১১) নীচস্থ বৃহস্পতি, অথবা মীনে শনি সপ্তমস্থ হলে জাতকের চরিত্রহীনা স্ত্রী হয়।

(১২) রবি সপ্তমস্থ হলে বন্ধ্যা স্ত্রী হয়।

(১৩) সপ্তমে মঙ্গল হলে রজস্বলা স্ত্রী সঙ্গ হয়।

(১৪) সপ্তমে অশুভ বুধ থাকলে বেশ্যা স্ত্রী হয়।

(১৫) সপ্তমে অশুভ বৃহস্পতি থাকলে গর্ভিনী স্ত্রী সঙ্গ হয়।

(১৬) সপ্তমে শনি, রাহু বা কেতু থাকলে জাতক নীচ জাতীয়া ও রজস্বলার সঙ্গ হয়। অনেক সময় রাহুতে গর্ভিনী সঙ্গ এবং শনিতে কুব্জা বা কৃষ্ণাঙ্গিনী সঙ্গ হয়।

(১৭) সপ্তম পতি কেন্দ্রগত হলেও রবি সপ্তমে থাকলে জাতকের উঁচু এবং কঠীন স্তনযুক্ত স্ত্রীর সঙ্গ হয়।

(১৮) সপ্তম পতি কেন্দ্রগত ও চন্দ্র, বুধ, বৃহস্পতি বা শুক্র সপ্তমস্থ হলে, জাতক কালিদাস বর্ণিত পীনোন্নত-শোভন-পয়োধরা স্ত্রীর সঙ্গ হবে।

(১৯) সপ্তম পতি কেন্দ্রগত হলে এবং সপ্তমে মঙ্গল থাকলে শুষ্ক স্তনযুক্ত স্ত্রী সঙ্গ হবে।

(২০) শনি, রাহু, কেতু বা গুলিকযুক্ত সপ্তম পতি হলে লম্বা-স্থুলপয়োধরা স্ত্রী সঙ্গ হয়।

(২১) সপ্তম পতি ষষ্ঠে বা কোনও দূর স্থানে এবং ধূমাদি-অপ্রকাশ গ্রহ সপ্তমস্থ হলে জাতক বিষমাকৃতি-স্তনবতী স্ত্রী সঙ্গ লাভ করে থাকে।

(২২) শুক্র বা শনি সপ্তমস্থ হলে, জাতকের স্ত্রীর যোনী সম ও সুন্দর হয়।

(২৩) শনি, চন্দ্র ও বুধ সপ্তমে থাকলে জাতক হ্রস্ব যোনি বা ছোট যোনি যুক্ত স্ত্রী লাভ করে।

(২৪) সপ্তমে রবি ও মঙ্গল থাকলে দীর্ঘ যোনী যুক্ত স্ত্রী লাভ হয়।

(২৫) সপ্তম পতি ও জায়া কারক গ্রহ জলরাশি থাকলে জাতক দীর্ঘ ও আর্দ্র যোনি বিশিষ্ট স্ত্রী লাভ করে।

(২৬) শুক্র দৃষ্ট চন্দ্র সপ্তম স্থানে থাকলে জাতক আর্দ্রযোনি স্ত্রী লাভ করে।

(২৭) আর পাপযুক্ত শুক্র সপ্তম স্থানে থাকলে জাতক শুষ্কযোনি যুক্ত স্ত্রী লাভ করে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন