ছবি: (এআই সহায়তায় প্রণীত)।
ব্যস্ত জীবনে সব সময় খাওয়ার টেবিলে বসে খাওয়া সম্ভব হয়ে ওঠে না। কাজে বেরোনোর তাড়ায় আমরা বেশিরভাগ সময়ই সুবিধামতো জায়গায় বসে যেনতেন প্রকারে খাওয়াদাওয়া করে বেরিয়ে যাই। কিন্তু এই কাজটি করা মোটেও উচিত নয়। বাস্তুশাস্ত্রে যেমন ঘর সাজানোর ব্যাপারে নানা জিনিস মাথায় রাখার কথা বলা রয়েছে, তেমনই ঘরের কোথায় কোন কাজ করা উচিত, কোন কাজ এড়িয়ে চলা উচিত সেই ব্যাপারেও নানা কথা বলা রয়েছে। শাস্ত্র জানাচ্ছে, বাড়ির পাঁচ জায়গায় বসে খাওয়া মোটেও উচিত নয়। এতে বাস্তুর তো অকল্যাণ হয়ই, একই সঙ্গে ভাগ্যেরও অবনতি ঘটে।
কোন কোন জায়গায় বসে খাওয়াদাওয়া করা উচিত নয়?
দরজার কাছে: বেরোনোর যতই তাড়া থাকুক না কেন, দরজার কাছে দাঁড়িয়ে বা বসে খাওয়া যাবে না। বাড়িতে খাবার টেবিলও যেন রান্নাঘর ঢোকার মুখে রাখা না হয়, সেই বিষয়ে নজর রাখতে হবে। কথিত রয়েছে, বাড়ির দরজায় মা লক্ষ্মী বসবাস করেন। সেখানে বসে খাওয়ার অর্থ হল, মা লক্ষ্মীকে অপমান করা। তাই এই কাজ করা থেকে বিরত থাকতে হবে।
ঠাকুরঘরে: ঠাকুরের ভোগ হোক বা সাধারণ খাবার, কোনও কিছুই ঠাকুরের ঘরে বসে গ্রহণ করা উচিত নয়। এতে ঘরের সুখশান্তি নষ্ট হয়। বাড়ির সুখসমৃদ্ধিও হ্রাসপ্রাপ্ত হয়।
বিছানায় বসে: বিছানায় বসে খাওয়া অত্যন্ত অশুভ। এতে আর্থিক ক্ষতি হয়। স্বাস্থ্যেরও অবনতি ঘটে।
নোংরা জায়গায়: খাবার জায়গা কখনও অগোছালো বা অপরিষ্কার রাখা চলবে না। খাবার টেবিল সর্বদা সুন্দর করে গুছিয়ে রাখতে হবে। না হলে মা লক্ষ্মী রুষ্ট হন।
গ্যাসের কাছে: বহু মানুষই তাড়াহুড়োয় রান্নাঘরে গ্যাসের কাছে দাঁড়িয়েই চটজলদি খাওয়াদাওয়া সেরে ফেলেন। এই কাজটি করাও উচিত নয় বলে জানাচ্ছে জ্যোতিষশাস্ত্র।