Vastu Tips

উদ্ভট মূর্তি দিয়ে বাড়ি সাজানোর শখ রয়েছে? বিশেষ কিছু মূর্তি ঠাকুরঘরে রাখা নিষেধ, অন্যথায় ঘটে অমঙ্গল

বাড়িতে কেবল ঠাকুরের মূর্তি নয়, আমরা অন্যান্য মূর্তিও রাখি। তবে বিশেষ কিছু মূর্তি রয়েছে যা ঠাকুরঘরে রাখা উচিত নয়। এতে দেবতারা রাগ করেন।

Advertisement

বাক্‌সিদ্ধা গার্গী

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১১:১৩
Share:

ছবি: (এআই সহায়তায় প্রণীত)।

প্রায় সকল হিন্দু বাড়িতেই ঠাকুরঘর রয়েছে। সেটি না থাকলেও, ঠাকুরের জন্য আলাদা জায়গার বন্দোবস্ত করতে দেখা যায়। কোনও এক ঘরের নির্দিষ্ট কোণে ঠাকুরের জন্য আলাদা করে জায়গা বরাদ্দ করা থাকে। এক সিংহাসনে আমরা নানা রূপের দেবতাকে পুজো করে থাকি। বাড়িতে কেবল ঠাকুরের মূর্তি নয়, আমরা অন্যান্য মূর্তিও রাখি। তবে বিশেষ কিছু মূর্তি রয়েছে যা ঠাকুরঘরে রাখা উচিত নয়। এতে দেবতারা রাগ করেন। বাড়িতে নেগেটিভ শক্তির পরিমাণ বৃদ্ধি পায়। ঠাকুরের আসনে বা সেই ঘরে কোন মূর্তিগুলি রাখা নিষেধ জেনে নিন।

Advertisement

ভাঙা মূর্তি: বাস্তুশাস্ত্র মতে, বাড়িতে ভাঙা মূর্তি রাখা শুভ নয়। এর ফলে বাস্তুর উপর খারাপ প্রভাব পড়ে। তবে মূর্তি ভেঙে গেলে অনেকে সেটি পরবর্তী কালে জোড়া লাগাবেন ভেবে রেখে দেন। সে ক্ষেত্রে সেটিকে ঠাকুর যে ঘরে রেখেছেন, সেই স্থানে রাখা যাবে না। ঠাকুরের আসনের আশপাশে বা সেই ঘরে কখনও ভাঙা মূর্তি রাখতে নেই। এতে দেবতাদের অসম্মান করা হয়।

হিংস্র রূপের মূর্তি: সবদেব-দেবীরই যেমন শান্ত রূপ রয়েছে, তেমনই রয়েছে হিংস্র রূপ। বাড়িতে সর্বদা শান্ত রূপেরই পুজো করা উচিত। কোনও দেব-দেবীর হিংস্র রূপের মূর্তি বাড়িতে রাখা যাবে না। এরই সঙ্গে অন্যান্য হিংস্র মূর্তিও বাড়িতে বা ঠাকুরঘরে রাখার জন্য শুভ নয় বলে মনে করা হচ্ছে। বিশেষ করে যে স্থানে ঠাকুরের সিংহাসন রয়েছে, তার আশপাশে এ রূপ কোনও জিনিস রাখা যাবে না।

Advertisement

একই দেবতার একাধিক মূর্তি: ঠাকুরঘরে বা সিংহাসনে কোনও দেবতার একাধিক মূর্তি একসঙ্গে রাখতে নেই। এই ভুল কাজটি অনেকেই করে থাকেন। কিন্তু এটি করা মোটেও বাস্তুসম্মত নয়। এতে বাস্তুর ক্ষতি হয়। ঠাকুরঘরে সর্বদা একটি দেবতার একটি মাত্র মূর্তি বা ছবিই রাখা যেতে পারে।

মুখোমুখি দুই মূর্তি: সিংহাসনে ঠাকুর রাখার ক্ষেত্রে আমাদের নানা বিষয় মাথায় রাখতে হয়। সে ক্ষেত্রে খেয়াল রাখতে হবে দুটো মূর্তি যেন পরস্পরের মুখোমুখি না রাখা হয়। সকলের মুখ নির্দিষ্ট এক দিকেই ঘুরিয়ে রাখতে হবে। কখনও, কোনও মতে দুই ঠাকুরের মুখ একে অপরের দিকে করে রাখা যাবে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement