দাম্পত্য কলহ বা প্রেমে বিঘ্ন? স্রেফ এই ভাবে স্নান করলেই কাটবে সমস্যা

আমাদের জীবনে গঙ্গা নদীর বিশেষ মাহাত্ম্য আছে। গঙ্গাজলকে পবিত্রতার প্রতীক বলে মানা হয়। এই জলের ছোঁয়া লাগলে আমাদের অনেক পাপ দূর হয়ে যায়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জল প্রয়োজন হয়। গঙ্গাজলের পবিত্রতা এতই বেশি যে, তার কয়েক ফোঁটায় এক বালতি জল পবিত্র হয়ে যায়।

Advertisement

পার্থপ্রতিম আচার্য

শেষ আপডেট: ১৬ ডিসেম্বর ২০১৮ ০০:০০
Share:

আমাদের জীবনে গঙ্গা নদীর বিশেষ মাহাত্ম্য আছে। গঙ্গাজলকে পবিত্রতার প্রতীক বলে মানা হয়। এই জলের ছোঁয়া লাগলে আমাদের অনেক পাপ দূর হয়ে যায়। আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই জল প্রয়োজন হয়। গঙ্গাজলের পবিত্রতা এতই বেশি যে, তার কয়েক ফোঁটায় এক বালতি জল পবিত্র হয়ে যায়।

Advertisement

আমাদের জীবনে বহু সমস্যার মধ্যে দাম্পত্য সমস্যা একটা কঠিন সমস্যা, এই সমস্যার সমাধানে ঘরোয়া স্নানের ভূমিকাও গুরুত্বপূর্ণ। দেখে নেওয়া যাক দাম্পত্য জীবনে শান্তির জন্য কী রূপ স্নান কার্যকরী ভূমিকা পালন করে-

আপনি যদি দেখেন আপনাদের নিজেদের মধ্যে অর্থাৎ স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই আছে, সামান্য কারণে দু’জনেই বিরক্ত হয়ে উঠছেন এবং দু’জনের মধ্যে ভালবাসা নেই, কেউ কাউকে সহ্য করতে পারছেন না এবং নিজেদের মধ্যে দূরত্বও বেড়ে যাচ্ছে, এমন হলে এই উপায়টি করুন। দেখবেন ফল পাবেন।

Advertisement

আরও পড়ুন: ২০১৯ সালে দাম্পত্য জীবন কেমন যাবে

আপনার স্নানের বালতিতে অল্প গঙ্গাজল, অল্প সাদা সরষে এবং কয়েকটা বেল ফুল দিন। তারপর সেই জল দিয়ে স্নান করুন। স্বামী-স্ত্রী দু’জনেই এ ভাবে স্নান করুন। যদি কোনও স্বামী-স্ত্রীর সম্পর্ক বিচ্ছেদের পর্যায়ে চলে যায়, তা হলে তারাও এই উপায়টি করে উপকৃত হবেন। প্রেমিক-প্রেমিকাদের ক্ষেত্রেও এই উপায়টি খুবই কার্যকরী। প্রতি দিন অথবা প্রতি শুক্রবার এই স্নানটি করুন। কম করে ২০টি শুক্রবার অবশ্যই করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement