Bathroom Decor Tips

আপনার শৌচালয় সাজানোয় কোনও ভুল নেই তো? কিসে বাস্তুদোষ সৃষ্টি হতে পারে

শৌচালয় সাজানোর সময়ে কোনও ভুলের জন্য বাস্তুদোষ সৃষ্টি হতে পারে। কোন কোন জিনিস শৌচালয়ে রাখতে নেই, জেনে নিন।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৩০
Share:

শৌচালয়ে কোন জিনিস রাখতে নেই? ছবি- সংগৃহীত

শৌচালয় তৈরি থেকে শুরু করে ব্যবহার করা পর্যন্ত সব সময়ে খেয়াল রাখতে হয় যেন, আপনার কোনও ভুলের জন্য বাড়িতে বাস্তুদোষ সৃষ্টি না হয়। বাথরুম সাজানোর সময়ে খেয়াল করতে হয় যেন এমন কিছু রাখা না হয়, যা ক্ষতি করতে পারে। যদি এমন জিনিস রাখা হয়, তা হলে জীবন খুবই দুর্বিসহ হয়ে পরে। তাই বাথরুম ব্যবহার করার সময়ে বিশেষ কিছু জিনিস খেয়াল রাখতে হয়।

Advertisement

দেখে নেব সেগুলি কী কী-

১) প্রথমেই খেয়াল রাখতে হবে যেন বাথরুমের মুখ হয় উত্তর–পশ্চিম দিকে।

Advertisement

২) বাথরুমের দেওয়ালে অনেকেই ছবি লাগান। তবে খেয়াল রাখতে হবে যেন, কোনও মতেই বাথরুমের দেওয়ালে ঠাকুর-দেবতার ছবি না লাগানো হয়। এতে বাড়িতে খুবই অশান্তির পরিবেশ সৃষ্টি হয়।

৩) অনেকেই ঘরে জুতো ব্যবহার করেন, আবার বাথরুমেও জুতো ব্যবহার করে থাকেন। এ ক্ষেত্রে মনে রাখবেন যেন একই জুতো ঘরে এবং বাথরুমে ব্যবহার করা না হয়। ঘরের জন্য আলাদা এবং শৌচালয়ের জন্য আলাদা জুতো ব্যবহার করতে হবে।

৪) অনেকেই মনে করেন যে, বাথরুমে গাছ লাগালে বায়ু পরিশুদ্ধ থাকে। কিন্তু এ রকম একেবারেই করা যাবে না।

কারণ বাথরুমে গাছ লাগালে জীবনে নেমে আসে খুবই দুর্বিপাক। এ ছাড়া বাথরুমে গাছ লাগালে বাড়িতে আর্থিক ক্ষতিও দেখা দেয়।

৫) বাথরুমের দেওয়ালের রং হতে হবে সব সময়ে হালকা। খুব গাঢ় রং বাথরুমের জন্য শুভ নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement