—প্রতীকী ছবি।
আজ থেকে শুরু হল বাংলা নতুন বছর ১৪৩২। বাংলার নতুন বছর সকলের খুব ভাল কাটুক এই কামনাই করি। কিন্তু জীবন সব সময় যে এক গতিতেই চলবে সেটা ভাবা ঠিক নয়। সকলের জীবনেই ভাল এবং মন্দ, দুই-ই থাকে। জ্যোতিষশাস্ত্র মতে বাংলা নতুন বছর কিছু রাশির শুভ হলেও, কয়েকটি রাশির একটু খারাপ যেতে পারে।
দেখে নেব ১৪৩২ কাদের ভাল যাবে:
বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই নতুন বছরটা খুব ভাল কাটতে চলেছে।
সিংহ– নতুন বছর ১৪৩২ সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য সব দিক থেকেই খুব ভাল কাটবে।
কন্যা– কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে এই বছর সামান্য কিছু বাধাবিপত্তি থাকলেও, মোটের উপরে নতুন বছরটা খুব ভাল কাটবে।
তুলা– ১৪৩২-এ তুলা রাশির জাতক-জাতিকারা প্রায় সব বিষয়েই শুভ ফল লাভ করবেন। বছরটা ভালই কাটবে।
ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রেও বাংলা নতুন বছর যথেষ্ট ভাল কাটবে।
কুম্ভ– ১৪৩২ কুম্ভ রাশির জাতক-জাতিকাদের মিশ্র ভাবে কাটলেও, এই বছরটা মোটের ওপর যথেষ্ট শুভ থাকবে।
দেখে নেব ১৪৩২ কাদের ভাল কাটবে না:
মেষ– মেষ রাশির জাতক-জাতিকারা বাংলা নতুন বছরে একটু বুঝেশুনে সিদ্ধান্ত নিন। কিছু অশুভ ফল ভোগ করার আশঙ্কা দেখা যাচ্ছে।
মিথুন– ১৪৩২ মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শুভাশুভ মিশিয়ে কাটবে। সতর্ক থাকা ভাল।
কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের এই নতুন বছরে রাগের উপর নিয়ন্ত্রণ আনতে হবে, নয়তো বিপদে পড়বেন।
বৃশ্চিক– বাংলা নতুন বছরের প্রথম দিকে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের কিছু বাধার সম্মুখীন হতে হলেও, পরবর্তী কালে তা কেটে যাবে।
মকর– মকর রাশির জাতক-জাতিকারা এই নতুন বছরে মিশ্র ফল পাবেন।
মীন– মীন-রাশির জাতক-জাতিকাদের সামান্য বাধা থাকবে, তবে বছর এগোনোর সঙ্গে সঙ্গে তা অনেকটা কমে যাবে।