০১ ডিসেম্বর ২০২৫

আজ জন্মদিন হলে ( ০১ ডিসেম্বর ২০২৫ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০২৫ ১৪:০৪
Share:

আজকের দিন– যে কোনও বিষয়েই হোক আজ এগিয়ে যাবেন না। স্ত্রীর সঙ্গে বিবাদের জের আজ অনেক দূর যেতে পারে। ব্যবসায় খরচ বাড়তে পারে। সন্তানের বিয়ের জন্য ব্যয় বাড়তে পারে। আপনার সুন্দর দক্ষতাপূর্ণ কাজের জন্য সুনাম পেতে পারেন। বিদেশে থাকা বন্ধুর সঙ্গে অনেক দিন পর দেখা হতে পারে। দুপুরের পরে বন্ধুদের সঙ্গে আনন্দ লাভ। শরীরের দিকে আজ খেয়াল রেখে চলতে হবে।

এই বছর– বন্ধুর জন্য কোনও দিকে আর্থিক বিষয়ে সুরাহা হতে পারে। অধিক চঞ্চল মনের জন্য কোনও ভাল সুযোগ হাতছাড়া হতে পারে। কর্মস্থান পরিবর্তনের জন্য চিন্তা বাড়বে, তবে তেমন কোনও খারাপ হবে না। দাম্পত্যজীবনে সুখের ছোঁয়া বৃদ্ধি পাবে। বন্ধুসংখ্যা বৃদ্ধি পাবে। বাড়িতে কোনও শোকের খবর আসতে পারে। চাকরির স্থানে কোনও সুখবর আসতে পারে। হিংস্র পশু থেকে সাবধান থাকতে হবে। মা-বাবার পরামর্শে বড় বিপদ থেকে রক্ষা পেতে পারেন। নিজের অধিকার থেকে বঞ্চিত হতে পারেন।

চরিত্র– এঁরা নিজের প্রতিভায় সবার উপরে সহজেই আধিপত্য বিস্তারে সক্ষম হন। আত্মীয়স্বজনের জন্য প্রচুর ত্যাগ স্বীকার করে থাকেন। এঁদের জীবনে উত্থান-পতন খুব কম হয়। ধীর গতির হলেও, যে কাজ হাতে নেন সেটা পূরণ করে তবে ছাড়েন। কোনও কাজই এঁদের কাছে কঠিন হয় না। নিজের থেকে পরিবারের উপর বেশি বিশ্বাস রাখেন। ব্যবসার তুলনায় চাকরিতে উন্নতি বেশি হয়।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

৪/৫

অর্থভাগ্য উত্তম, সারা দিন আনন্দে কাটবে।

পরিবার

৪/৫

পরিবারে সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে।

সম্পর্ক

২/৫

সম্পর্কের ব্যাপারে একটু চাপ বাড়তে পারে।

পেশা

১/৫

পেশাগত ক্ষেত্রে খুব সাবধানে চলুন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: