আজকের দিন– আজকের দিনটা আপনার জন্য খুবই শুভ ফলদায়ী হতে চলেছে। সব দিক থেকে সুখবর পেতে পারেন। পরিবারের সকলের ভালবাসার মানুষ হবেন। অর্থের দিকটা একটু চিন্তাভাবনা করে চললেই সঞ্চয় হবে খুব ভাল। আজ বাইরে কোনও গুরুত্বপূর্ণ কাজ থাকলে তা যতটা সম্ভব এড়িয়ে যান। ঘরের যে কোনও কাজ থাকলে সেটা করতে পারেন। আজ পুজোর কাজে খুবই মন বসবে।
বছর– এই বছরটা যে পুরোটাই খুব ভাল, আবার পুরোটাই খুব খারাপ কাটবে তা নয়। বছরের মধ্য ভাগের পর থেকে প্রায় সব দিকই খুব ভাল চলবে। এই বছর কর্মস্থান থেকে ভাল খবর পেতে পারেন। কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে। মা-বাবার প্রতি যত্নশীল হলে প্রচুর লাভবান হবেন। সন্তানদের নিয়ে বড় কোনও চিন্তা করতে পারেন। বছরের শেষের দিকে বন্ধুর চক্রান্তে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। নতুন বাড়ি হওয়ার আশা রাখতে পারেন।
চরিত্র– এই ধরনের জাতকেরা ভাল নেতৃত্ব দিতে পারেন। এঁরা যেখানেই যাবেন নিজের প্রতিভা ফুটিয়ে তুলতে সক্ষম হবেন। এঁরা নিজেই নিজের কর্তা হয়ে থাকেন। কারও কথা শোনার থেকে বেশি নিজের কথা বলতে পছন্দ করেন। ঈশ্বরে ভক্তি হয় প্রবল। জীবনে কিছু করবেন মনে করলে তা করেই তবে ক্ষান্ত দেন। কল্পনা নিয়ে ভেসে চলতে অতটা বিশ্বাসী নন। উচ্চমানের কর্মের সঙ্গে যুক্ত থাকবে। মানুষের সঙ্গে খুব ভাল মেলামেশা করতে পারে। এঁরা প্রায় সব মানুষেরই প্রিয় হন।