আজকের দিন– আজ কোনও বিষয়ে মনে লোভ আসতে দেবেন না, অতিরিক্ত লোভের জন্য ক্ষতি হতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পাবেন, তবে তা খুব একটা কার্যকরী না-ও হতে পারে। আর্থিক দিকটা সাবধান, কোনও বড় কারণে আর্থিক ক্ষতি হওয়ার যোগ রয়েছে। ধর্ম সংক্রান্ত ব্যাপারে আগ্রহ বাড়তে পারে। পেটের যন্ত্রণা বৃদ্ধি পেতে পারে। ব্যবসার ক্ষেত্রে নতুন কিছু ভাবতে পারেন। বন্ধুর সঙ্গে খুব বুঝে মেলামেশা করুন, বিবাদ হতে পারে। আবার কোনও বন্ধুর সুবাদে ভাল সুযোগও পেতে পারেন।
এই বছর– নিজের চেষ্টা থাকলে ব্যবসায় ভাল ফল পাবেন। আর্থিক চাপ বাড়তে পারে ঠিকই, তবে খুব একটা সমস্যায় পড়তে হবে না।। জটিল চিন্তার জন্য মানসিক চাপ বাড়তে পারে। কোনও কল্যাণকর কাজে যুক্ত হতে পারেন, যা আপনার অন্যতম শান্তির কারণ হবে। প্রেমের ব্যাপারে বাড়ি থেকে একটু বাধা আসতে পারে, তবে খুব নয়। শরীরে নানা ধরনের সমস্যাও বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে। সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও শুভ কাজে যোগদান করতে পারবেন। মনে বিবিধ বিষয়ে আশার উদয় হবে।
চরিত্র– এঁরা ভীষণ আইনসঙ্গত ভাবে চলতে পছন্দ করে। চিকিৎসাবিদ্যায় এঁরা খুবই পারদর্শী হয়ে থাকেন। ব্যবসা-বাণিজ্যেও উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করা এঁদের বেশি পছন্দের। পরিবারের সকলের জন্য চিন্তা করতে গিয়ে জীবনে একটু পিছিয়ে পড়েন। মানসিক দিকে একটু ওঠানামা থাকে। এঁরা নিজের স্বভাব-চরিত্র সহজে কাউকে বুঝতে দেন না। তবে এঁদের ধর্মের প্রতি আগ্রহ থাকে প্রচুর।