আজকের দিন– আজ আপনার কাছে নতুন দায়িত্ব এলে তা পালন করতে একটু বেগ পেতে হবে। নিজের চেষ্টায় কর্মে উন্নতি করতে সক্ষম হবেন। ব্যবসায় লাভ দেখতে পাবেন। লেখাপড়ার জন্য মানসিক দিকটা শক্ত করতে হবে। আধ্যাত্মিক চিন্তায় মনোনিবেশ করতে পারলে খুব ভাল হবে। প্রেমের দিকে চাপ থাকলেও তা কেটে যাবে।
এই বছর– বছরের শুরু থেকে শেষ নানা চিন্তাভাবনার মধ্যে কাটবে। চাইলে নতুন ব্যবসা শুরু করতে পারেন। বছরের শেষে ভ্রমণ হতে পারে। স্নায়ু জাতীয় সমস্যায় ভোগান্তি হতে পারে। মায়ের সঙ্গে বনিবনায় সমস্যা আসতে পারে। নানা দিক থেকে সুযোগ-সুবিধা এলেও তা খুব একটা কাজে লাগাতে পারবেন না। পারিবারিক দিকে কোনও সমস্যা থাকবে না।
চরিত্র- যে কোনও কাজ গভীর চিন্তা করে তার পর করেন, চট করে কোনও সিদ্ধান্ত নেন না। এঁরা ভবিষ্যৎ ভাবনার মধ্যে আজকের দিনটা বাঁচেন। ভালবাসায় ভরা থাকে এঁদের জীবন। যদি এদের সঙ্গে কেউ নিঃস্বার্থ ভাবে মেলামেশা করে, তবে তাঁরাই বুঝবেন এঁরা কেমন ধরনের মানুষ। প্রাণোচ্ছ্বাসে ভরা থাকেন এঁরা। সকলকে নিয়ে এদের মনে একটা চিন্তা কাজ করে।