আজকের দিন- লোকের কাছে খুব গুরুত্ব পাবেন। শত্রুভয় বাড়তে পারে। প্রিয়জনের খবর না পাওয়ায় মনখারাপ। ব্যবসায় উন্নতির যোগ। পায়ের যন্ত্রণা বাড়তে পারে। অফিসের বাইরে যে সকল কাজ রয়েছে, তা আজ মেটানোর সুযোগ পাবেন। টাকা নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে। উচ্চশিক্ষার যোগে একটু বাধা আসতে পারে। দাম্পত্যজীবনে অযাচিত অশান্তি হতে পারে। কোনও কাগজে স্বাক্ষর করার আগে খুব ভাল ভাবে দেখে নিন।
এই বছর– নিজের চেষ্টায় ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। কোনও জিনিস হারিয়ে যেতে পারে, সাবধান থাকুন। ভাল ব্যবহারের জন্য বন্ধুমহলে সুনাম পেতে পারেন। বিয়ে নিয়ে আলোচনা করতে পারেন। কোনও আত্মীয়ের সঙ্গে বিবাদ হতে পারে। অতিরিক্ত রাগ বিপদ ডাকতে পারে, উত্তেজনা ভাব কমাতে হবে। চাকরির স্থানে বাধা মানসিক চাপ বাড়াতে পারে। কোনও মহৎ ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন।
চরিত্র– এঁরা খুবই ধৈর্যশীল প্রকৃতির হয়ে থাকেন। এঁদের স্মৃতিশক্তি এতটাই প্রখর হয় যে সহজে কিছু ভোলেন না। খুব বন্ধুবৎসল ও স্নেহশীল মানুষ হন। ধর্মজীবনে প্রবল উৎসাহ থাকে। সব সময় ঈশ্বরভক্তিপরায়ণ, আনন্দময় ও আত্মবিশ্বাসী হন। চাকরির জন্য খুব একটা কষ্ট করতে হয় না। আর্থিক উন্নতি খুব ছোট বয়সেই দেখা যায়।