আজকের দিন– আজ যৌথ ব্যবসায় বিনিয়োগ করা ঠিক হবে না। কোনও অতিথির জন্য আর্থিক দিকে খরচ আপনার বাজেট ছাড়াবে। আপনি আজ যা কিছুই করবেন তা নিখুঁত এবং প্রশংসার যোগ্য হবে। নেশা জাতীয় দ্রব্য আজ মন থেকে ছাড়তে ইচ্ছা করবে। আজকে মানুষের কাছে আপনার অস্তিত্ব প্রমান করতে খুব বেশ পরিশ্রম করতে হবে না।
এই বছর– এই বছর আপনি ঘটমান কোনও কাজের পরিবর্তন দেখতে পাবেন। শারীরিক অসুস্থতা আপনার শুধু দেহ নয়, মস্তিস্ককেও আছন্ন করবে। সন্দেহজনক কোনও ব্যাপারে টাকা লাগাবেন না। এই বছর আপনার কর্মে মনোযোগ থাকবে খুব ভাল। বছরের শেষের দিকে সন্তানদের জন্য কোনও সুখবর পাবেন। পুজোপাঠে খুব বেশি মনোযোগ থাকবে। বাড়িতে শুধুমাত্র আপনার কথাই শেষ কথা হবে। নিজের প্রিয় সঙ্গীর সঙ্গে এই বছর বড় কোনও ভ্রমণ হতে পারে।
চরিত্র– এঁদের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকে প্রচুর। বন্ধুকে সব থেকে বেশি প্রিয় মনে করেন। মধ্যবয়সেই আর্থিক উন্নতি করতে পারে। ব্যবসায় বেশ ভালই ভাগ্য হয়। নিজের ভাই-বোনদের সঙ্গে এঁদের সম্পর্ক খুব একটা ভাল হয় না। এঁরা ভীষণ বাস্তববাদী হন, মানুষের সামনেই তাঁর কথা বলতে পছন্দ করে। লেখাপড়ায় মনোযোগ থাকে খুব ভাল। স্ত্রীর সঙ্গে সম্পর্ক সব দিক থেকেই ভাল থাকে।