আজকের দিন– আজ পরিশ্রমের ফল ভাল পাবেন, তবে অন্যের কাছ থেকে কিছু আশা করবেন না। বিদেশে গিয়ে কাজ করার সুযোগ আসতে পারে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। সন্তানেরা আপনাকে বুঝতে পারবে। পুরনো বন্ধু জীবনে ফিরে আসতে পারে। বাড়ির নির্মাণকাজের জন্য দিনটা বেশ ভাল। চোখের সমস্যায় ভোগান্তি হতে পারে। সমাজে সম্মান, প্রতিপত্তি বাড়বে।
এই বছর– এই বছরটা পারিবারিক দিকে শান্তিপূর্ণ ভাবে কাটবে। সন্তানের প্রাপ্তির জন্য বছরটা ভাল। বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান নিয়ে ব্যস্ত থাকতে হবে। কর্মে একটু অলসতা কাটাতে পারলে বছরটা খুবই লাভদায়ক হবে। আত্মীয়েরা আপনার সঙ্গ চাইবেন। মানসিক শান্তির জন্য আধ্যাত্মিকতায় মনোনিবেশ করতে পারেন। এমন কারও সহযোগিতা পাবেন যার ফলে ব্যবসায় সঠিক পথ নিতে পারবেন। সন্তানের জন্য বড় খরচ হতে পারে, তৈরি থাকুন।
চরিত্র– এঁরা বেশ শান্ত স্বভাবের হন। যেখানে ভালবাসা, সেখানে এঁরা। মানুষ চেনার বিষয়ে এঁরা বেশ পারদর্শী হন। এঁদের মধ্যে শিশুসুলভ আচরণ থাকে বলে, এঁরা মাঝেমধ্যে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। কারও কাছ থেকে কিছু নেওয়ার বদলে দেওয়ায় বেশি বিশ্বাসী। এঁদের শরীর সবল হয়। তবে রেগে গেলে থামানো যায় না। মধ্য বয়সে উন্নতি হয়।