আজকের দিন– কোনও গোপন কথা কাউকে বললে বিপদ ঘটতে পারে। পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভাল হবে। সন্তানের জন্য খরচ বাড়তে পারে, তবুও সন্তানেরা বুঝবে না। খুব সাবধানে চলাফেরা করতে হবে, আঘাত লাগতে পারে। স্ত্রীর আপনার প্রতি অভিমান বাড়তে পারে। খরচ এবং চিন্তা বাড়তে পারে।
এই বছর- আয় বৃদ্ধি পেতে পারে। প্রেমের ব্যাপারে দুশ্চিন্তা থাকলেও তা কেটে যাবে। অতিরিক্ত পরিশ্রমের জন্য শরীরে দুর্বলতা দেখা দিতে পারে। বাড়িতে অতিথির আগমন হতে পারে। অর্থের অভাব থাকলেও, বছরের শেষে মিটে যাবে। বুদ্ধির ভুলে খারাপ কিছু ঘটতে পারে। কর্মক্ষেত্রে সুনাম বাড়বে।
চরিত্র– এঁরা একটু চেষ্টা করলেই অনেক কিছু করতে পারেন, একটুতে হাঁপিয়ে পড়েন না। পরিশ্রমে ভয় পান না। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকে। খেতে ভালবাসেন, আবার খাওয়াতেও ভালবাসেন। বেশি কথা বলতে পছন্দ করেন না। পরিবারের সকলের প্রিয় হয়ে উঠতে পারেন না। আর্থিক স্থিতি মাঝামাঝি হয়।