আজকের দিন– দক্ষতা থাকলেও অতিরিক্ত রাগ আপনাকে অনেকটা পিছিয়ে নিয়ে যাবে। আজ মনের কথা কাউকে বলে একটু শান্তি পাওয়া যাবে। পায়ে চোট লাগার আশঙ্কা রয়েছে। প্রতি দিনের জীবনযাপনের রুটিনের থেকে আজ একটু অন্য রকম মনে হবে। স্বামীর প্রতি খুঁতখুঁতে হওয়ায় বাড়িতে অশান্তি হতে পারে। আর্থিক স্থিতি ঠিকই থাকবে। ঈশ্বরের প্রতি ভক্তি আবশ্যিক।
এই বছর– বছরের শুরুটা নিজের অভিজ্ঞতাকে প্রমাণ করতে গিয়ে কেটে যাবে। চেনা মানুষ এই বছর অচেনা মানুষের মতো ব্যবহার করবে। ভ্রমণের জন্য খুব ভাল সময় পাবেন। বছরের মধ্য ভাগে আর্থিক দিকে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। অপ্রয়োজনীয় চাপ নিতে যাবেন না। সন্তানদের লেখাপড়ায় বেশ অগ্রগতি থাকবে। বড় কোনও সম্পত্তি কিনতে পারেন। প্রতিবেশীরা একটু হিংসা করলেও, বিশেষ কোনও ক্ষতি করতে পারবে না।
চরিত্র– এঁরা খুব বেশি নরম মনের মানুষ হন। কারও মুখের উপর কিছু বলতে পারেন না। সরকারি চাকরি জীবনে চেষ্টা করলে হতে পারে। ব্যবসার উন্নতি মধ্যম। নতুনত্ব সাজের প্রতি এঁদের বিশেষ ঝোঁক থাকে। মা-বাবার প্রতি খুবই যত্নশীল হয়ে থাকেন। বড় গায়ক হওয়ার যোগ থাকে।