আজকের দিন– দূরের কোনও ভ্রমণের উদ্দেশ্য থাকলে তা আজ বাতিল করুন। আজ অর্থের গুরুত্ব বুঝে তার পর খরচ করুন। আজ আপনার খুব দুর্বল লাগবে। ভবিষ্যতের কথা ভেবে একটু চিন্তিত থাকবেন। পরিবারের সকলের অনুভূতি বোঝার চেষ্টা করুন। প্রেমের দিকে হঠাৎ কোনও পরিবর্তন লক্ষ করতে পারবেন। হাঁটাচলায় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে। সন্তানদের জন্য ভাল কিছু ভাবতে পারার আজ শুভ দিন।
এই বছর– এই বছর আপনার পরিশ্রমের যথেষ্ট মাত্রায় ফল আপনি পাবেন না। চাকরির দিকটা খুব ভাল ভাবে যত্ন নিতে হবে। কলেজে যাঁরা পড়ান, তাঁরা একটু সতর্ক থাকুন। ব্যবসায় নতুন কর্মীর জন্য আপনার বদনাম হতে পারে। বছরের মধ্য ভাগে আপনার কাছ থেকে মারাত্মক কোনও ভুল হয়ে যেতে পারে। নিজের স্ত্রীকেই পর মনে হতে পারে। পড়ুয়াদের লেখাপড়ায় মনোযোগ থাকবে। খেলাধুলায় বিশেষ আকৃষ্ট হয়ে পড়তে পারেন। শান্তির জন্য ধ্যান করতে পারেন।
চরিত্র– এঁরা খরচের দিকে একটু পিছিয়ে থাকতে পছন্দ করেন। তবে আয় করেন প্রচুর। হিংসা এঁদের মধ্যে থাকে না, তাই এঁরা খুব উন্নতি করতে পারেন। কর্ম এবং প্রেমের বিষয়ে খুবই একনিষ্ঠ হন। সকলের সঙ্গে মিলেমিশে থাকতেও এঁরা পছন্দ করেন।