আজকের দিন– আজকের দিনটা খুবই আনন্দময় এবং শান্তিপূর্ণ হবে। দিনের মধ্য ভাগে কোনও পাওনা আদায় হতে পারে। কোনও বিষয়ে জরুরি আলোচনা থাকলে করতে যাবেন না। প্রেমের বিষয়ে খামখেয়ালিপনা করতে যাবেন না। বাড়িতে সন্ধ্যাবেলা অতিথি আগমন ঘটবে। দিনের শেষ ভাগে একটু ক্লান্তি দেখা দিতে পারে।
এই বছর– বছরের প্রথম দিকে কোনও মোটা টাকার বিনিময় করতে যাবেন না। আমদানির ব্যবসায় ডুবতে পারেন। বছরের মধ্য ভাগের পর থেকে যে কোনও গুরুতর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আর্থিক উন্নতি ভালই রয়েছে, তবে বন্ধুদের জন্য বেশ কিছু অর্থ নষ্ট হয়ে যেতে পারে। লেখাপড়ার জন্য বছরটা বেশ ভাল। বাড়ির মানুষদের কথা অমান্য করলে সমস্যা হতে পারে। স্ত্রীর সঙ্গে ভ্রমণের পরিকল্পনা বাতিল হওয়ার ফলে মনোমালিন্য সৃষ্টি হতে পারে। মিষ্টি জাতীয় খাবার এই বছর একটু কম খেতে চেষ্টা করুন।
চরিত্র– এঁরা মানুষের মন জয় করতে বেশ পটু হন। সব বিষয়ে এগিয়ে যেতে ভালবাসেন। নিজেদের কাজ কাউকে দিয়ে করাতে পছন্দ করেন না। ভবিষ্যতের চিন্তা বেশ ভালই করেন। চাকরির থেকে ব্যবসা করতে বেশি ভালবাসেন। বাবা-মায়ের প্রতি খুবই দায়িত্বশীল হন। লেখাপড়ায় যথেষ্ট এগিয়ে থাকেন।