আজকের দিন- আজ আপনার ব্যবসা ভাগ্য খুব ভাল থাকবে। ইচ্ছা না থাকলেও ব্যয় হয়ে যেতে পারে। স্ত্রীর কারণে খুব ভাল কোনও আয়ের ব্যবস্থা হতে পারে। খাদ্যের ব্যাপারে সংযত না হতে পারলে স্বাস্থ্যের অবনতি। পারিবারিক জীবন সুখে কাটবে। সন্তানদের জন্য কোনও কারণে চিন্তা বৃদ্ধি হতে পারে। ধর্ম আলোচনায় মন দিতে পারলে শান্তির সঞ্চার হবে। প্রতিবেশীদের সঙ্গে মনোমালিন্য হতে পারে।
এই বছর- ব্যবসায় অশান্তি হতে পারে। ভোগবিলাসের জন্য অনেক ব্যয় বৃদ্ধি। বাড়িতে কোনও বিবাদ। আপনার সরলতার কারণে বন্ধুরা সুযোগ নিতে পারে। নিজের কারণে অনেক ব্যয় বাড়তে পারে। সন্তানের জন্য আনন্দ বৃদ্ধি। এই বছর খেলাধুলায় ভাল সাফল্য মিলতে পারে। অহেতুক বিবাদের জন্য কাজের ক্ষতি হতে পারে। সংসারে বেশি খরচের জন্য বিবাদ হতে পারে। সমাজের কোনও কাজে সম্মান বাড়বে। ব্যবসার দিকে ভাল খবর পেতে পারেন।
চরিত্র- জেদি, ঈশ্বরবিশ্বাসী ও পরোপকারী হন। অল্পে সন্তুষ্ট থাকেন। এঁরা কখনও পরিশ্রমী, আবার কখনও শ্রমবিমুখ। স্বাস্থ্য মোটামুটি ভাল হয়। তবে শেষজীবনে হঠাৎ নানা রোগ দেখা দিতে পারে। ব্যবসা নিয়ে জীবনে এগোলে ফল ভাল হবে। সন্দেহবাতিকের জন্য বিবাহজীবন খুব একটা সুখের হয় না। এঁরা খুবই সঞ্চয়ী প্রকৃতির হয়ে থাকেন।