আজকের দিন– খুব দূরের ভ্রমণে বাধা আসতে পারে। তবে ব্যবসা ভাল যাবে ও কিছু সঞ্চয় বাড়তে পারে। সন্তানের জন্য চিন্তা বাড়বে। সকাল থেকে কপালে বিবাদ জুটতে পারে। অপরের উপকার করতে গিয়ে নিজের ক্ষতি হতে পারে। সপ্তাহের শেষের দিকে ব্যবসায় কিছু সমস্যা থাকলেও আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করুন। অপরের কথায় প্রভাবিত হয়ে বন্ধুদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়বেন না।
এই বছর– মানসিক এবং শারীরিক দিকে বেশ ভালই চাপ থাকবে, এই চাপ দ্রুত কমানোর চেষ্টা করুন। সামাজিক অনুষ্ঠানে যোগদান করার সুযোগ আসলে, অবশ্যই করুন। যে কোনও কাজ এই বছর খুব বিবেচনা করে করতে হবে। বড়দের সম্মান করতে হবে। আয় একটু কম হবে, তবে সঞ্চয় এরই মধ্যে থেকে করতে হবে। শরীরে নানা ধরনের সমস্যা বাড়তে পারে। কোনও মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে। কর্মস্থানে সহকর্মীর সঙ্গে বিবাদ হতে পারে। কোনও শুভ কাজে যোগদান করতে পারবেন। মনে বিবিধ বিষয়ে আশার উদয় হবে।
চরিত্র– এঁরা ভীষণ আইনসঙ্গত ভাবে চলতে পছন্দ করেন। চিকিৎসাবিদ্যায় এঁরা খুবই পারদর্শী হয়ে থাকেন। ব্যবসা-বাণিজ্যেও উন্নতি করেন। স্বাধীন ভাবে ব্যবসা করা এঁদের বেশি পছন্দের। জাতক সৎকর্মপরায়ণ। এঁদের ধর্মভাব বেশি থাকলেও তা চাপা থাকে। খেতে ও খাওয়াতে খুব ভালবাসেন। এঁদের বিচার-বিশ্লেষণ শক্তি প্রবল। এঁদের বিবাহিত জীবন বেশ সুখের হয়।