আজকের দিন– আজ কারও সঙ্গে যেচে বন্ধুত্ব করতে যাবেন না। কাজে অতিরিক্ত চাপ থাকবে এবং বাড়িতেও সব দিক মানিয়ে চলতে একটু অসুবিধা হতে পারে। দীর্ঘ দিনের কোনও প্রচেষ্টার ফল আজ পেতে পারেন। মায়ের কাজের জন্য কোনও সরকারি জায়গায় যেতে হতে পারে। ভ্রমণের উদ্দেশ্য বাতিল হওয়ায় মনঃকষ্ট। কাউকে দামি উপহার দেওয়ার জন্য বড় ধরনের খরচ হতে পারে। কাউকে আর্থিক সাহায্য করতে হতে পারে।
এই বছর– এই বছর কোনও নতুন কাজ শেখার খুব আগ্রহ থাকবে এবং সেই কাজে সফলতাও আসবে। বছরের শুরুটা কমবেশি খারাপ-ভাল মিশিয়ে কাটলেও, বছরের শেষের দিকটা বেশ ভাল কাটবে। সন্তানদের জন্য ভাল কোনও সুযোগ আসতে পারে। এই বছর কোনও আকাশছোঁয়া স্বপ্ন না দেখাই ভাল হবে। লেখাপড়ার কারণে বিদেশযাত্রার জন্য বছরটা শুভ। অবিবাহিতদের এই বছর বিয়ের যোগ দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে ছোটখাটো পরীক্ষা আসতে পারে, ভয় পাওয়ার দরকার নেই। পারিবারিক দিকেও মিশ্র ফল দেখা যাচ্ছে।
চরিত্র– এঁরা খুবই উচ্চাকাঙ্ক্ষী হন। ছোট বয়সেই এঁদের বড় বড় স্বপ্ন থাকে। উপার্জনের দিকে যে খুব খারাপ হয় তা নয়। এঁরা বেশ লম্বা, চওড়া এবং স্মার্ট হয়। এঁরা পুলিশের পেশা বেছে নিতে পারেন। মা-বাবার প্রতি এঁদের খুবই ভক্তি থাকে। কম কথা বলতে পছন্দ করেন। জীবনে উন্নতি করতে খুব বেশি দেরি হয় না।