আজকের দিন– আজকের দিনটা আপনার জন্য খুবই মনোরম হবে। যে কোনও পরিবেশেই নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। দামি জিনিস কেনার খুব বেশি ঝোঁক দেখা যাবে। আজ বন্ধুরা আপনাকে খরচ করানোর জন্য ব্যস্ত থাকবে। আপনার আজ শান্ত কোনও পরিবেশে নিজেকে ঢেলে দিতে ইচ্ছা করবে। বাড়িতে পুজোর কোনও কথা শুরু হতে পারে। মা এবং স্ত্রীর মধ্যে কোনও বিভেদ খুঁজতে যাবেন না, এতে পরিস্থিতি খারাপের দিকে যেতে পারে।
এই বছর– এই বছর বড় কোনও সিদ্ধান্ত নিতে হতে পারে। দূরে কাজে যাওয়ার প্রস্তাব আসতে পারে। নিজের অনুভূতির কথা প্রেমের সঙ্গীকে জানাতে গিয়ে কোনও সমস্যা সৃষ্টি হতে পারে। কারও সঙ্গে খুব বেশি আবেগী হয়ে মেলামেশা করতে যাবেন না। বাড়িতে বিবাহযোগ্য কেউ থাকলে তাঁর বিয়ের কথা উঠতে পারে। স্বামী-স্ত্রীর ভেতরে মাঝেমধ্যে ছোটখাটো অশান্তি হলেও, বড় কোনও সমস্যা হবে না। অফিসের পরিবেশ ঠিকঠাক থাকলেও, বছরের মধ্য ভাগে হঠাৎ পরিস্থিতির ওঠানামা হতে পারে। বছরের শেষে পদোন্নতির যোগ রয়েছে এবং ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে।
চরিত্র– এঁরা অন্যের কথায় একটু বেশি আবেগী হয়ে পড়েন। কেউ কোনও প্রস্তাব দিলে তাঁকে না করতে পারেন না। জীবনে বড় হওয়ার লক্ষ্যে স্থির থাকেন। পড়াশোনা করতে বেশ পছন্দ করেন। একটু চেষ্টা করলে সরকারি বা বেসরকারি চাকরি পেতে পারেন। এঁরা নম্র, ভদ্র এবং বিনয়ী হন। ব্যবসায় খুব বেশি উন্নতি করতে পারেন না।