২২ জানুয়ারি ২০২৬

আজ জন্মদিন হলে ( ২২ জানুয়ারি ২০২৬ )

আজ জন্মদিন হলে, দিনটা কেমন যাবে জানার জন্য চোখ রাখুন আনন্দবাজার ডট কমের রাশিফলে।

Advertisement

শ্রী জয়দেব

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৫:৪৬
Share:

আজকের দিন– মন ভীষণ আনন্দে মেতে উঠতে চাইবে, তবে অতিরিক্ত আবেগি হওয়া ঠিক হবে না। কর্মের বিষয়ে উচ্চপদস্থ কারও সঙ্গে পরামর্শ করতে হতে পারে। কেনাকাটা করার সময় খরচের দিকে একটু বিশেষ নজর দিতে হবে। কেউ আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারেন। সন্তানদের নিয়ে বাইরে বেড়াতে যাওয়ার যোগ রয়েছে। স্ত্রীকে কিছু উপহার দিতে ইচ্ছা করবে। দিনটা মোটামুটি বেশ ভালই কাটবে।

এই বছর– এই বছর ব্যবসায় যতটা লাভ হওয়ার আশা করা হচ্ছে, ততটা লাভ না-ও হতে পারে। কর্মচারীর খারাপ ব্যবহার ব্যবসা খারাপ হওয়ার কিছুটা কারণ হতে পারে। বছরের শুরুর দিকটা বিদ্যার্থীদের জন্য খুব ভাল। বন্ধুদের থেকে টাকা ধার নিতে যাবেন না। আত্মীয়দের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা হতে পারে। সন্দেহজনক কোনও আর্থিক প্রকল্পে বিনিয়োগ করার আগে খুব ভাল করে চিন্তাভাবনা করুন। মায়ের দীর্ঘ দিনের কোনও শারীরিক অসুস্থতা সেরে যাবে।

চরিত্র– এঁরা খুবই রাগী প্রকৃতির হন, রাগের জন্য জীবনে অনেক কিছু নষ্ট হয়ে যায়। তবে মধ্য বয়সে এসে এঁদের জীবনে উন্নতি হয়। এঁরা খুবই পরিশ্রমী হন। সব বিষয়ে খুব বেশি সংশয় প্রকাশ করেন। এঁরা বাড়ির মানুষের খুব প্রিয় হন।

যাঁদের সঙ্গে আপনি জন্মদিন শেয়ার করেন

Advertisement

সম্পদ

২/৫

আর্থিক উন্নতিতে মাঝেমধ্যে বাধা আসে।

পরিবার

৩/৫

পরিবারের সঙ্গে সময় কাটাতে এঁরা বেশ পছন্দ করেন।

সম্পর্ক

৩/৫

প্রেম নিয়ে এঁরা একটু সন্দেহবাতিক হন।

পেশা

১/৫

জীবিকা নিয়ে মাঝেমধ্যে সমস্যা দেখা যায়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: