আজকের দিন– আজ সারা দিন অস্থিরতার মধ্যে কাটতে পারে। প্রেমের সম্পর্কে সফলতা পেয়েও হারাতে হতে পারে। আজ আপনার সকল ইচ্ছা পূরণের দিন। কর্মে সফলতা থাকবে প্রচুর। দাম্পত্যজীবনে খুব একটা ঝামেলা-ঝঞ্ঝাট নেই। আত্মীয়স্বজনরা আজ আপনাকে নিয়ে রহস্য করতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়তে পারে। পরিবারে হারিয়ে যাওয়া সুখ আবার ফিরে পেতে পারেন। ধর্মীয় ভাব বজায় রেখে চলতে চেষ্টা করুন।
এই বছর- কর্মক্ষেত্রে নিজের মর্যাদার জন্য লড়তে হতে পারে। বছরের শুরুটা নিজের অভিজ্ঞতাকে প্রমাণ করতে গিয়ে কেটে যাবে। চেনা মানুষ এই বছর অচেনা মানুষের মতো ব্যবহার করবে। ভ্রমণের জন্য খুব ভাল সময় পাবেন। বছরের মধ্য ভাগে আর্থিক দিকে বেশ উন্নতি দেখতে পাওয়া যাবে। কর্মে একটু অলসতা কাটাতে পারলে বছরটা খুবই লাভদায়ক হবে। আত্মীয়েরা আপনার সঙ্গ চাইবেন। শান্তির জন্য আধ্যাত্মিকতায় মনোনিবেশ করতে পারেন। এমন কারও সহযোগিতা পাবেন যার ফলে ব্যবসায় সঠিক পথ নিতে পারবেন। সন্তানের জন্য বড় খরচ হতে পারে, তৈরি থাকুন।
চরিত্র– জীবনে বড় হওয়ার জন্য এঁরা যে কোনও সৎ পদক্ষেপ নিতে রাজি থাকেন। খেলাধুলায় নাম করতে পারেন। চাকরির চেষ্টা করলেই পেয়ে যেতে পারেন। তবে ব্যবসার দিকে খুব একটা ভাল দেখা যাচ্ছে না। খাবারের প্রতি আকর্ষণ বেশি থাকে, তবে মিষ্টি খাবারের উপর বেশি। গুরুজনদের প্রতি খুব বিনয়ী হন।