আজকের দিন- পড়ুয়ারা পড়াশোনায় খুব ভাল ফল পাবেন। তবে মনোযোগ বৃদ্ধি দরকার। ফলসব্জি বেশি করে খাওয়ার চেষ্টা করুন। লেখাপড়ার জিনিস দিয়ে কাউকে সাহায্য করতে হতে পারে। স্ত্রীর পছন্দের উপহার তাঁকে দিয়ে তাঁর মুখে হাসি ফোটান। প্রেমের সঙ্গীর অনুপস্থিতির কারণে মনখারাপ থাকবে। আর্থিক দিকে উন্নতি দেখা যাচ্ছে।
এই বছর- এই বছর কর্মের জায়গাটা খুবই মসৃণ থাকবে। সন্তানদের নিয়ে যদি কোনও চিন্তা থাকে, বছরের শুরুতেই তা মিটে যাবে। নতুন বন্ধুত্ব করা থেকে দূরে থাকতে হবে। কোনও কাজে তাড়াহুড়ো না করে, ধীরেসুস্থে সঠিক সিদ্ধান্ত নিন। খরচের হাত কমাতে না পারলে বছরের শুরুতে যেখানে দাঁড়িয়েছিলেন, বছরের শেষেও সেখানেই দাঁড়িয়ে থাকবেন। এই বছর কোনও বড় মাপের টাকার লেনদেন হতে পারে, তবে সরকারি প্রকল্পে টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে।
চরিত্র– ভাই-বোনের মধ্যে খুব মিলমিশ থাকে। ঈশ্বরে ভক্তি হয় প্রবল। মায়ের প্রতি দুর্বলতা থাকে। কর্মে পারদর্শী হন। এঁরা কখনও শান্ত, আবার কখনও অশান্ত হয়ে পড়েন। এঁদের মেজাজ খুব দ্রুত পালটে যায়। চিকিৎসক, বৈজ্ঞানিক, ওষুধের দোকানিদের খুব উন্নতি হয়।