আজকের দিন– মনের মানুষের সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। স্ত্রীর মনছোঁয়া ব্যবহারে আপনি আপ্লুত হবেন। অফিসে সম্মান নিয়ে কথা উঠলে আপনি জিতবেন। ঋণ নেওয়ার কথা ভাবতে পারেন, দিনটা ভাল। দিনের কোনও একটা সময় নির্জনতা খুব ভাল লাগবে। লেখাপড়ায় কোনও ভাল সুযোগ পেতে পারেন। নিজের এবং মায়ের শরীরের দিকে বিশেষ নজর দিন।
এই বছর– এই বছর বড় কোনও ঋণ শোধ হওয়ায় একটু স্বস্তি পাবেন। বছরের মধ্য ভাগে চাকরির সুযোগ আসতে পারে। ব্যবসায় কর্মচারীরা আপনার বিরুদ্ধে যেতে পারে। প্রতিবেশী কোনও বিষয়ে অভিযোগ করতে পারে। এই বছর বাড়ি নতুন করে সাজাতে গিয়ে খরচ বাড়তে পারে। বন্ধুর বিয়ের খবর আসতে পারে। বাড়িতে নিজের যে কোনও সিদ্ধান্তে অটল থাকার চেষ্টা করুন। সরকারি জায়গায় কেউ আপনার নাম নিয়ে আপনাকে ফাঁসাতে পারে। বছরটা বিনোদনের দিক থেকে খুবই ভাল।
চরিত্র– সরকারি চাকরির প্রতি ঝোঁক দেখালে, সাফল্য আসতে পারে। এঁরা যে কোনও পদক্ষেপ খুবই চিন্তাভাবনা করে নেন। অন্যের কথায় মেতে যাওয়া এঁদের মধ্যে নেই। বড় সম্পত্তির মালিক হন। তবে খরচের মনোভাব খুব বেশি থাকে। লেখাপড়ায় বেশ ভালই অগ্রগতি লক্ষ করা যায়। পারিবারিক দিকে যথেষ্ট দায়িত্ববান হন।