আজকের দিন– দিনটা চ্যালেঞ্জিং হলেও, দিনের শেষটা বেশ ভালই কাটবে। নিজের কিছুটা সময় ব্যয় হবে কারও কাজ করতে গিয়ে। অফিসে বসের মুখোমুখি কোনও আলোচনা করতে হতে পারে। অর্থ সঞ্চয় করতে একটু বেগ পেতে হবে। নতুন কোনও কাজের সন্ধান করতে ইচ্ছা করবে। অজানা-অচেনা কারও সঙ্গে বন্ধুত্ব করতে যাবেন না। আপনার অভিজ্ঞতা কারও সঙ্গে ভাগ করতে হতে পারে।
এই বছর– এই বছর সংসারে কোনও দায়িত্ব বাড়তে পারে, যা আপনার মনের মতো না-ও হতে পারে। ইচ্ছার বিরুদ্ধে কোনও কাজ করতে হতে পারে। অনেক দিন ধরে ব্যবসা বদলানোর ইচ্ছা থাকলে, তা এই বছর পূরণ হতে পারে। গাড়ি কেনার জন্য এই বছরটা খুব ভাল বলে মনে করা হচ্ছে। আপনার নতুন চিন্তাভাবনার জন্য সংস্থার উন্নতি হতে পারে। টাকা দেওয়া-নেওয়া করার সময় খুব সতর্ক থাকুন। মায়ের শরীর নিয়ে চিন্তা থাকবে।
চরিত্র– এঁরা খুবই সৎ এবং নির্ভীক থাকতে পছন্দ করেন। এঁদের চিন্তাভাবনার মধ্যে খুবই নতুনত্ব দেখা যায়। এঁরা এঁদের মনোভাব কাউকে বলতে চান না। পুজোপাঠে মনোনিবেশ করতে ভালবাসেন। স্পষ্টবক্তা হন, পরনিন্দা এবং পরচর্চা করতে পছন্দ করেন না। চাকরির দিকে ঝোঁক বেশি থাকে। ব্যবসায় এঁরা পারদর্শী হন না।