আজকের দিন– সুনাম এবং সম্মান দুই-ই বেশ ভাল থাকবে, তবে বেশি উত্তেজিত হলে এই দুটো বিষয়ে টানাপড়েন হতে পারে। সংসারের চাপ যতটা ছিল, তার দ্বিগুণ বাড়তে পারে, নিজেকে খুব শান্ত রেখে সব কাজ করুন। প্রেমের বিষয়ে অতিরিক্ত সতর্ক থাকতে হবে। কোনও স্বপ্ন পূরণ হতে পারে। সন্তানদের জন্য একটু খরচ হতে পারে।
এই বছর– বছরের শুরুটা বেশ আনন্দে কাটবে, তার পর মধ্য ভাগে ভাগ্যের উপর বিশ্বাস হবে না। বছরের শেষটা একটু অন্য রকম হতে পারে। নিজের এবং পরিবারের স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বাড়ি, গাড়ি কেনার ইচ্ছা থাকলে সেই চিন্তাভাবনা একটু সুদূরপ্রসারী করুন। যেখানে বিপদ হতে পারে মনে হচ্ছে সেখান থেকে বহু দূরে সরে যান। বাড়ির পরিবেশ শান্ত থাকবে, তবে অতিথি আগমন খুব বেশি হবে।
চরিত্র– এই ধরনের ব্যক্তি নিজেকে খুব বেশি প্রমাণ করার জন্য চেষ্টা করে থাকেন। কঠোর পরিশ্রম করার থেকে এঁরা পিছপা হন না। এঁরা সকলকে নিয়ে একসঙ্গে থাকতে খুব পছন্দ করেন। লেখাপড়ায় খুব একটা যে উন্নতি করেন, তা নয়, তবে খুব যে পিছিয়ে থাকেন সেটাও বলা যাবে না। জীবনে উন্নতি করতে পারেন নিজের চেষ্টায়।