আজকের দিন– আপনার স্বাস্থ্য, প্রেম, পরিবার এবং সম্পদের দিক হবে দেখার মতো। আপনি চাইলে কোনও ঋণের ব্যবস্থা করতে পারেন। খুব ভাল খাওয়াদাওয়া হবে। শত্রুরা আপনাকে নাজেহাল করতে চাইলেও, পারবেন না। দাম্পত্যজীবনে খুবই সুখ থাকবে। স্ত্রীর সঙ্গে মনোরম স্থানে ভ্রমণ হতে পারে। খরচ কমানোর চিন্তা বিশেষ ভাবে করতে হতে পারে। আজ খুব সুখী থাকবেন।
এই বছর– এই বছরটা আপনার জন্য খুব একটা ফলদায়ী হবে না। পারিবারিক দিকটা যে খুব খারাপ থাকবে তা নয়। মনে আশার আলো জ্বালিয়ে রাখতে পারলে কর্মে বেশ খানিকটা উন্নতি করতে পারবেন। ধার্মিক যোগাযোগ খুব ভাল হবে। মাঝেমধ্যে মেজাজ হারিয়ে ফেলবেন। এই বছর যে কোনও কাজে অন্যকে অপবাদ দেওয়ার আগে খুব ভাল করে বিবেচনা করে নেওয়া প্রয়োজন। লেখাপড়ায় উন্নতি রয়েছে বেশ ভালই। বছরের শেষ দিকটা বেশ আনন্দপূর্ণ ভাবেই কাটবে।
চরিত্র– এঁরা বেশ পরাক্রমী প্রকৃতির হন। তবে জীবনের ঝুঁকি নিয়েও অন্যকে সাহায্য করতে যান। বিশ্রাম নেওয়ায় খুব একটা বিশ্বাসী নন। কোনও কাজ এক বার দেখলেই এঁরা শিখে ফেলেন। মা-বাবার প্রতি খুবই যত্নশীল হন। একটু চেষ্টা করলেই এঁরা ছোট বয়সেই প্রচুর টাকার মালিক হতে পারেন। লেখাপড়ায় বেশ ভালই হন। যে কোনও সম্পর্ক কী ভাবে পালন করতে হয় তা খুব ভাল জানেন।