বৃহস্পতির অবস্থান অনুযায়ী জাতক-জাতিকার প্রকৃতি

বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে, তা হলে জাতক-জাতিকা সুকবি, গায়ক, দাতা, ঈশ্বর ভক্ত ও শাস্ত্রবিদ হবে।

Advertisement

শ্রীমতী অপালা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০১৯ ০০:০২
Share:

বৃহস্পতি যদি লগ্নে অবস্থান করে, তা হলে জাতক-জাতিকা সুকবি, গায়ক, দাতা, ঈশ্বর ভক্ত ও শাস্ত্রবিদ হবে।

Advertisement

বৃহস্পতি যদি ধনস্থানে থাকে, তা হলে জাতক খুব মানী এবং ধনী হয়ে থাকে। তবে তাদের একটু বয়সে দারিদ্র যোগ সৃষ্টি হয়।

বৃহস্পতি যদি মিত্রস্থানে থাকে, তা হলে জাতক সকলের অত্যন্ত প্রিয়জন হবে। জাতকের স্ত্রী হবে অতি সুন্দরী এবং প্রচুর অর্থের মালিক। কথায় বলে ছাই ধরলে সোনা হবে, সেরকম ভাগ্য যুক্ত।

Advertisement

বৃহস্পতি পঞ্চমস্থানে থাকলে নিজে অত্যন্ত সুশ্রী হবে। কোনও কোনও ক্ষেত্রে বা কোনও কারণে অনেক পত্নী যোগ থাকতে পারে, তবুও মানুষের ভালবাসা থাকবে।

বৃহস্পতি ষষ্ঠ স্থানে থাকলে জীবনে জাতকের যত বড়ই শত্রু থাক না কেন, তার সামনে মাথা নিচু করে থাকবে। তা ছাড়া জাতক জীবনে অনেক সুখী থাকবে। কিন্তু বিপরীত স্থানে অবস্থান হলে উল্টো ফল হবে।

আরও পড়ুন: বাংলা মাস অনুসারে টোটকার মাধ্যমে কর্মোন্নতি

বৃহস্পতি সপ্তমস্থানে থাকলে জাতক প্রচুর ধন-সম্পত্তির মালিক হবে। খুব কম কথা বলতে পছন্দ করবে, এবং জাতকের শত শত বান্ধবী যোগ থাকবে।

বৃহস্পতি নির্ধনস্থানে থাকলে অনেক সময় তির্থবাস হয়ে থাকে।

বৃহস্পতি ধর্মস্থানে অবস্থান করলে জাতক ধনী-গুণী এবং সৌভাগ্যশালী হয়ে থাকে।

বৃহস্পতি কর্মস্থানে অবস্থান করলে জাতক নীতিবিদ, ধার্মিক ও মহাসুখী হয়ে থাকে।

একাদশে বৃহস্পতি থাকলে জাতক অত্যন্ত ধনবান, সরল ও ধার্মিক হয়। কিন্তু তার বংশজাত কোনও ব্যক্তি একটু পাগল প্রকৃতির হয়ে থাকে।

বৃহস্পতি দ্বাদশে অবস্থান করলে জাতক সত্যবাদী, সৎ এবং প্রচণ্ড দানশীল হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন